ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি৷

Heart attack: বিমানবন্দরে বৃদ্ধের হার্ট অ্যাটাক, ৫ মিনিটে প্রাণ বাঁচালেন মহিলা চিকিৎসক! দেখুন কীভাবে

নয়াদিল্লি: দ্রুত এবং সঠিক চিকিৎসা শুরু হলে হৃদরোগে আক্রান্ত রোগীর প্রাণ বাঁচানো যে সম্ভব, তা প্রমাণ করলেন এক মহিলা চিকিৎসক৷ তাও হাসপাতালে নয়, বিমানবন্দরে৷ দিল্লি বিমানবন্দরের এই ঘটনা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে৷ যেভাবে ওই চিকিৎসক তৎপরতার সঙ্গে ওই বৃদ্ধের প্রাণ বাঁচিয়েছেন, তার প্রশংসা শুরু করেছেন নেটিজেনরা৷

এ দিন দিল্লির টার্মিনাল টু-তে এই ঘটনা ঘটে৷ বিমানবন্দরের ফুড কোর্টে হৃদরোগে আক্রান্ত হন এক বৃদ্ধ৷ ঘটনাচক্রে সেখানেই উপস্থিত ছিলেন ওই মহিলা চিকিৎসক৷ বৃদ্ধ হৃদরোগে আক্রান্ত হয়েছেন বুঝতে পেরে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করেন তিনি৷ বুকের উপরে পাম্প করে ফের বৃদ্ধের হৃদযন্ত্র সচল করার চেষ্টা করেন ওই চিকিৎসক৷

আরও পড়ুন: সঙ্গিনীদের নিয়ে পরকীয়ায় মত্ত স্বামী! ইনস্টাগ্রামেই বিচ্ছেদ ঘোষণা দুবাইয়ের রাজকুমারীর

ওই তরুণী চিকিৎসকের ক্রমাগত চেষ্টাতেই পাঁচ মিনিটের মধ্যেই প্রাথমিক ধাক্কা সামলে চোখ মেলে তাকান ওই বৃদ্ধ৷

শুধু পাম্প করে হৃদযন্ত্র সচল করার চেষ্টা নয়, ক্রমাগত ওই বৃদ্ধকে সাহস জোগাতে থাকেন ওই চিকিৎসক৷ পাশাপাশি, বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর জন্যও উপস্থিত অন্যান্যদের অনুরোধ করতে থাকেন ওই চিকিৎসক৷ ওই বৃদ্ধকে জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার পরামর্শ দিতে থাকেন ওই চিকিৎসক৷ কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দর কর্তৃপক্ষ ওই বৃদ্ধের চিকিৎসার ব্যবস্থা করে৷ তাঁকে ওষুধও খাইয়ে দিতে দেখা যায় ওই তরুণী চিকিৎসককে৷

তবে ওই চিকিৎসকের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি৷ যদিও ভাইরাল ভিডিওর সৌজন্যে তিনি এখন সমাজমাধ্যমে প্রশংসা কুড়োচ্ছেন৷ যেভাবে নিজে থেকে এগিয়ে এসে ওই চিকিৎসক বৃদ্ধের প্রাণ বাঁচিয়েছেন, তা অন্য সবার কাছে অনুকরণীয় বলেই মনে করছেন নেট ব্যবহারকারীরা৷