ঘনিয়ে আসছে ভয়ঙ্কর দুঃসময়...! 'এই' লক্ষণ দেখলেই সাবধান! শনিদেবের রোষে জীবন ছারখার হওয়ার আগে করুন ছোট্ট কাজ, কাটবে ফাঁড়া-বিপদ

Shane Dev: শনিদেবের চেয়ে আরও বেশি ভয়ঙ্কর…! ভদ্রার অশুভ রোষে জীবন ছারখার, পিছু ছাড়বে না কালো ছায়া, সব কাজে বাধা-বিপত্তি-সঙ্কট!

জ্যোতিষশাস্ত্রে শনিকে একটি নিষ্ঠুর গ্রহ বলা হয়েছে। শনিদেব কাউকে আশীর্বাদ করলে তিনি তাকে দরিদ্র থেকে রাজায় রূপান্তরিত করেন। কিন্তু কেউ যদি সেই ব্যক্তির প্রতি নিষ্ঠুর দৃষ্টি রাখে তবে তার রাজা থেকে দরিদ্র হতে সময় লাগে না।
শনির অশেষ কৃপায় ‘গোল্ডেন টাইম’ শুরু…! এই রাশির উপর মহাসদয় শনিদেব, প্রতিটি কাজেই কাঁপাবেন ত্রিভুবন, ঢাল হয়ে থাকবেন বিপদে, ছুঁতে পারবে না দুঃখ-দুর্দশা
তবে শনিদেবের বোন শনির থেকেও ভয়ঙ্কর। ভদ্রা কালের কথা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু খুব কম মানুষই জানেন যে ভদ্রা শনিদেবের বোন এবং সূর্যদেবের কন্যা।
তবে শনিদেবের বোন শনির থেকেও ভয়ঙ্কর। ভদ্রা কালের কথা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু খুব কম মানুষই জানেন যে ভদ্রা শনিদেবের বোন এবং সূর্যদেবের কন্যা।
ভাদ্রকালে  কোনও শুভ বা শুভ কাজ করা হয় না। নর্মদাপুরমের জ্যোতিষী পণ্ডিত পঙ্কজ পাঠক বলেন, শনিদেবের অশুভ দৃষ্টি যেমন একজন মানুষের জীবনকে নরকের মতো করে তুলতে পারে, তেমনি তার বোনের প্রভাবও শনিদেবের প্রভাবের চেয়ে বেশি বিপজ্জনক। এই কারণে শাস্ত্রে ভাদ্র কালে কোনও শুভ কাজ করা নিষেধ।
ভাদ্রকালে কোনও শুভ বা শুভ কাজ করা হয় না। নর্মদাপুরমের জ্যোতিষী পণ্ডিত পঙ্কজ পাঠক বলেন, শনিদেবের অশুভ দৃষ্টি যেমন একজন মানুষের জীবনকে নরকের মতো করে তুলতে পারে, তেমনি তার বোনের প্রভাবও শনিদেবের প্রভাবের চেয়ে বেশি বিপজ্জনক। এই কারণে শাস্ত্রে ভাদ্র কালে কোনও শুভ কাজ করা নিষেধ।
বিশ্বাস অনুসারে, ভদ্রা সূর্যদেব ও স্ত্রী ছায়ার মেয়ে, তাই তিনি শনিদেবের বোন। শনিদেবের বোনও তার মতো রাগী প্রকৃতির।
বিশ্বাস অনুসারে, ভদ্রা সূর্যদেব ও স্ত্রী ছায়ার মেয়ে, তাই তিনি শনিদেবের বোন। শনিদেবের বোনও তার মতো রাগী প্রকৃতির।
শনিদেব যেমন তাঁর উপর রাগান্বিত ব্যক্তির জীবনকে নরক বানিয়ে দেন, তেমনি তাঁর বোনও মানুষকে অনেক সমস্যা দেন।ভাদ্রকালকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় ৷
শনিদেব যেমন তাঁর উপর রাগান্বিত ব্যক্তির জীবনকে নরক বানিয়ে দেন, তেমনি তাঁর বোনও মানুষকে অনেক সমস্যা দেন।ভাদ্রকালকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় ৷
 ভাদ্রকালে ব্রহ্মাণ্ডে কোনও শুভ কাজ শুরু হয় না। এছাড়াও, ভাদ্র সময়ে করা শুভ কাজ সফল হয় না। যেমন-গৃহপ্রবেশ, কোনও নতুন কাজের সূচনা, শুভ কাজের ক্ষেত্রে অশুভ ফল হয়৷ (Disclaimer: নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে)
ভাদ্রকালে ব্রহ্মাণ্ডে কোনও শুভ কাজ শুরু হয় না। এছাড়াও, ভাদ্র সময়ে করা শুভ কাজ সফল হয় না। যেমন-গৃহপ্রবেশ, কোনও নতুন কাজের সূচনা, শুভ কাজের ক্ষেত্রে অশুভ ফল হয়৷ (Disclaimer: নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে)৷