শ্রাবণ মাস শুরু হতে আর কয়েক দিন বাকি। দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস। এই মাসে ভগবান শিবের নাম নিলে সব দুঃখ, কষ্ট দূর হয়। প্রতীকী ছবি ৷

Sawan 2024: শ্রাবণে শিবের প্রিয় ১১ নাম জপেই অসাধ্য সাধন! বাড়বে শক্তি, ঘর ভরবে সম্পদে, প্রচুর টাকা হাতে

শ্রাবণ মাস শুরু হতে আর কয়েক দিন বাকি। দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস। এই মাসে ভগবান শিবের নাম নিলে সব দুঃখ, কষ্ট দূর হয়। প্রতীকী ছবি ৷
শ্রাবণ মাস শুরু হতে আর কয়েক দিন বাকি। দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস। এই মাসে ভগবান শিবের নাম নিলে সব দুঃখ, কষ্ট দূর হয়। প্রতীকী ছবি ৷
নিরাময় হয় রোগ-ব্যাধির। বিশ্বাস করা হয়, ভগবান ভোলেনাথ অত্যন্ত নিষ্পাপ, শ্রাবণ মাসে তাঁর পুজো করলে ভক্তদের প্রতি প্রসন্ন হন। তাঁদের ইচ্ছা পূরণ করেন। প্রতীকী ছবি ৷
নিরাময় হয় রোগ-ব্যাধির। বিশ্বাস করা হয়, ভগবান ভোলেনাথ অত্যন্ত নিষ্পাপ, শ্রাবণ মাসে তাঁর পুজো করলে ভক্তদের প্রতি প্রসন্ন হন। তাঁদের ইচ্ছা পূরণ করেন। প্রতীকী ছবি ৷
শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস করেন শিব ভক্তরা। এছাড়া প্রতি মঙ্গলবার মঙ্গলা গৌরী উপবাসও করেন অনেকে। প্রতীকী ছবি ৷
শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস করেন শিব ভক্তরা। এছাড়া প্রতি মঙ্গলবার মঙ্গলা গৌরী উপবাসও করেন অনেকে। প্রতীকী ছবি ৷
এই উপবাসে ভগবান শিব ও দেবী পার্বতীর পুজোর প্রথা রয়েছে। এই সময় চর্তুমাসও শুরু হয়। ফলে শ্রাবণের গুরুত্ব অনেক বেশি।
এই উপবাসে ভগবান শিব ও দেবী পার্বতীর পুজোর প্রথা রয়েছে। এই সময় চর্তুমাসও শুরু হয়। ফলে শ্রাবণের গুরুত্ব অনেক বেশি।
চতুর্মাসে সমগ্র সৃষ্টি থাকে মহাদেবের হাতে। এই সময় তাই কোনও ভক্ত যদি ভগবান শিবকে খুশি করতে চান, তাহলে অবশ্যই ভোলেনাথের এই ১১টি নাম জপ করতে হবে। এই ১১টি নামের সন্ধান দিয়েছেন দেওঘরের জ্যোতিষী। প্রতীকী ছবি ৷
চতুর্মাসে সমগ্র সৃষ্টি থাকে মহাদেবের হাতে। এই সময় তাই কোনও ভক্ত যদি ভগবান শিবকে খুশি করতে চান, তাহলে অবশ্যই ভোলেনাথের এই ১১টি নাম জপ করতে হবে। এই ১১টি নামের সন্ধান দিয়েছেন দেওঘরের জ্যোতিষী। প্রতীকী ছবি ৷
দেওঘরের জ্যোতিষী কী বললেন: দেওঘরের পাগলা বাবা আশ্রমের মুদগল জ্যোতিষ কেন্দ্রের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল লোকাল 18-কে বলেন, ২২ জুলাই থেকে শুরু হবে শ্রাবণ মাস। প্রতীকী ছবি ৷
দেওঘরের জ্যোতিষী কী বললেন: দেওঘরের পাগলা বাবা আশ্রমের মুদগল জ্যোতিষ কেন্দ্রের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল লোকাল 18-কে বলেন, ২২ জুলাই থেকে শুরু হবে শ্রাবণ মাস। প্রতীকী ছবি ৷
এই মাস ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। এই দিন তৈরি হচ্ছে প্রীতি যোগ, কথিত আছে, এই যোগে ভগবান শিবের পুজো করলে সমস্ত যোগ সাধিত হয়। মন থেকে দূর হয় সমস্ত রকম খারাপ। প্রতীকী ছবি ৷
এই মাস ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। এই দিন তৈরি হচ্ছে প্রীতি যোগ, কথিত আছে, এই যোগে ভগবান শিবের পুজো করলে সমস্ত যোগ সাধিত হয়। মন থেকে দূর হয় সমস্ত রকম খারাপ। প্রতীকী ছবি ৷
খুব সহজেই দেবাদিদেবকে প্রসন্ন করা যায়। সহজ কাজটা হল ভগবান ভোলেনাথের ১১টি নাম জপ করা। কারণ নাম জপে প্রভূত শক্তি রয়েছে। অনেক পাপ দূর হয়। প্রতীকী ছবি ৷
খুব সহজেই দেবাদিদেবকে প্রসন্ন করা যায়। সহজ কাজটা হল ভগবান ভোলেনাথের ১১টি নাম জপ করা। কারণ নাম জপে প্রভূত শক্তি রয়েছে। অনেক পাপ দূর হয়। প্রতীকী ছবি ৷
এই ১১ নামের মন্ত্র জপ করতে হবে: জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল বলেন, শ্রাবণ মাসে রুদ্রের একাদশ নাম জপ করলে জীবনে ইতিবাচক প্রভাব পড়ে। প্রতীকী ছবি ৷
এই ১১ নামের মন্ত্র জপ করতে হবে: জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল বলেন, শ্রাবণ মাসে রুদ্রের একাদশ নাম জপ করলে জীবনে ইতিবাচক প্রভাব পড়ে। প্রতীকী ছবি ৷
সকল প্রকার রোগ, দোষ, বর্জ্য ও নেতিবাচক শক্তি দূর হয়। সেগুলি হল – ওম কপালি নমঃ
সকল প্রকার রোগ, দোষ, বর্জ্য ও নেতিবাচক শক্তি দূর হয়। সেগুলি হল – ওম কপালি নমঃ
ওম পিঙ্গল নমঃ
ওম পিঙ্গল নমঃ
ওম ভিম নমঃ
ওম ভিম নমঃ
ওম বিরূপাক্ষ নমঃ
ওম বিরূপাক্ষ নমঃ
ওম বিলোহিত নমঃ
ওম বিলোহিত নমঃ
ওম শাস্ত নমঃ
ওম শাস্ত নমঃ
ওম আজপদ নমঃ
ওম আজপদ নমঃ
ওম অহিরবুধন্যায় নমঃ
ওম অহিরবুধন্যায় নমঃ
ওম শম্ভু নমঃ
ওম শম্ভু নমঃ
ওম চন্দ নমঃ
ওম চন্দ নমঃ
ওম ভব নমঃ
ওম ভব নমঃ