India's biggest flop actor

Bollywood: ইনিই ভারতের সবথেকে বড় ফ্লপ হিরো, ‘স্টার কিড’ হয়েও খোলেনি ভাগ্য, গোটা কেরিয়ারে শুধুই ফ্লপ ছবি, কার কথা হচ্ছে বলুন তো? পড়ুন

তিনি হ্যান্ডসাম, মহিলাদের চোখের মণি, সিনেমা পরিবারের, বাবা-ঠাকুরদা বলিউডের ‘হেভিওয়েট’! কিন্তু তবু এই বলি-হিরোর কেরিয়ার হালে পানি পেল না! গোটা কেরিয়ারে শুধুই ফ্লপ ছবি! বলা হয়, ইনিই ভারতে সবথেকে বড় ফ্লপ হিরো! কার কথা হচ্ছে বলুন তো ?
তিনি হ্যান্ডসাম, মহিলাদের চোখের মণি, সিনেমা পরিবারের, বাবা-ঠাকুরদা বলিউডের ‘হেভিওয়েট’! কিন্তু তবু এই বলি-হিরোর কেরিয়ার হালে পানি পেল না! গোটা কেরিয়ারে শুধুই ফ্লপ ছবি! বলা হয়, ইনিই ভারতে সবথেকে বড় ফ্লপ হিরো! কার কথা হচ্ছে বলুন তো ?
আশির দশকে শিশু অভিনেতা হিসাবে কাজ শুরু করেছিলেন তিনি। ২০০৭ সালে বলিউডে হিরো হিসাবে আত্মপ্রকাশ! কিন্তু হিন্দি ফিল্মজগতে এই নায়কের কেরিয়ার এগোতে পারল না! শেষ পর্যন্ত বড় পর্দা থেকে নিজেকে সরিয়ে নিলেন!
আশির দশকে শিশু অভিনেতা হিসাবে কাজ শুরু করেছিলেন তিনি। ২০০৭ সালে বলিউডে হিরো হিসাবে আত্মপ্রকাশ! কিন্তু হিন্দি ফিল্মজগতে এই নায়কের কেরিয়ার এগোতে পারল না! শেষ পর্যন্ত বড় পর্দা থেকে নিজেকে সরিয়ে নিলেন!
বলা হচ্ছে নীল নিতিন মুকেশের কথা। ছোট থেকেই সিনেমার পরিবেশে নীলের বড় হয়ে ওঠা। বাবা নীতিন মুকেশ জনপ্রিয় গায়ক, ঠাকুরদা মুকেশ-ও কিংবদন্তি সঙ্গীত শিল্পী। ১৯৮৮ সালে ‘বিজয়’ ছবিতে শিশু শিল্পী হিসাবে নীলের বড় পর্দায় পা রাখা।
বলা হচ্ছে নীল নিতিন মুকেশের কথা। ছোট থেকেই সিনেমার পরিবেশে নীলের বড় হয়ে ওঠা। বাবা নীতিন মুকেশ জনপ্রিয় গায়ক, ঠাকুরদা মুকেশ-ও কিংবদন্তি সঙ্গীত শিল্পী। ১৯৮৮ সালে ‘বিজয়’ ছবিতে শিশু শিল্পী হিসাবে নীলের বড় পর্দায় পা রাখা।
২০০২ সালের ছবি ‘মুঝসে দোস্তি করোগে’-তে সহকারি পরিচালক ছিলেন নীল। ২০০৭ সালে ‘জনি গদ্দার’-এ প্রথম মুখ্যচরিত্রে অভিনয় করেন। এরপর পরপর অনেকগুলি ছবিতে অভিনয় করেছেন, কিন্তু একটা ছবিও হিট করেনি। বলা হয়, তিনি ভারতের সবথেকে বড় ফ্লপ অভিনেতা।
২০০২ সালের ছবি ‘মুঝসে দোস্তি করোগে’-তে সহকারি পরিচালক ছিলেন নীল। ২০০৭ সালে ‘জনি গদ্দার’-এ প্রথম মুখ্যচরিত্রে অভিনয় করেন। এরপর পরপর অনেকগুলি ছবিতে অভিনয় করেছেন, কিন্তু একটা ছবিও হিট করেনি। বলা হয়, তিনি ভারতের সবথেকে বড় ফ্লপ অভিনেতা।
নীল নীতিন মুকেশকে শেষ পর্দায় দেখা যায় ২০১৮ সালে। ১৩ বছরের ফিল্ম কেরিয়ারে তিনি ১১ টা ফ্লপ ছবি দিয়েছেন।
নীল নীতিন মুকেশকে শেষ পর্দায় দেখা যায় ২০১৮ সালে। ১৩ বছরের ফিল্ম কেরিয়ারে তিনি ১১ টা ফ্লপ ছবি দিয়েছেন।
গোটা কেরিয়ারে নীলের মাত্র ৩টে ছবিই হিট করেছিল। ২০০৯ সালের 'নিউ ইয়র্ক', ২০১৫ সালের 'প্রেম রতন ধন পাও' ও 'গোলমাল এগেইন'। তবে, এর কোন-ওটাতেই নীল একা নায়ক ছিলেন না! তাই ছবি হিট করার ক্রেদিট একা তাঁর ঝুলিতে বর্তায় না। একক নায়ক হিসাবে নীলের একটা ছবিও হিট করেনি।
গোটা কেরিয়ারে নীলের মাত্র ৩টে ছবিই হিট করেছিল। ২০০৯ সালের ‘নিউ ইয়র্ক’, ২০১৫ সালের ‘প্রেম রতন ধন পাও’ ও ‘গোলমাল এগেইন’। তবে, এর কোন-ওটাতেই নীল একা নায়ক ছিলেন না! তাই ছবি হিট করার ক্রেদিট একা তাঁর ঝুলিতে বর্তায় না। একক নায়ক হিসাবে নীলের একটা ছবিও হিট করেনি।
ফ্লপের পর ফ্লপ হওয়ায় নীল নীতিন মুকেশ শেষ পর্যন্ত বলিউড থেকে বিদায় নেন। সূত্রের খবর, তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা আছে। অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ৪০ কোটি।
ফ্লপের পর ফ্লপ হওয়ায় নীল নীতিন মুকেশ শেষ পর্যন্ত বলিউড থেকে বিদায় নেন। সূত্রের খবর, তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা আছে। অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ৪০ কোটি।
বলিপাড়ার একাংশের অনুমান, নীলের কেরিয়ার পতনের নেপথ্যে রয়েছেন শাহরুখ খান।
বলিপাড়ার একাংশের অনুমান, নীলের কেরিয়ার পতনের নেপথ্যে রয়েছেন শাহরুখ খান।
তারকায় ভরা এক অনুষ্ঠানে নীলকে শাহরুখ একটি প্রশ্ন করায় বলিউডের বাদশাকে সকলের সামনে চুপ করতে বলেন নীল। এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। শাহরুখের সঙ্গে মনোমালিন্য হওয়ার পরেই নাকি নীলের কেরিয়ারের পতন শুরু হয়।
তারকায় ভরা এক অনুষ্ঠানে নীলকে শাহরুখ একটি প্রশ্ন করায় বলিউডের বাদশাকে সকলের সামনে চুপ করতে বলেন নীল। এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। শাহরুখের সঙ্গে মনোমালিন্য হওয়ার পরেই নাকি নীলের কেরিয়ারের পতন শুরু হয়।