আগুন জ্বলছে বাংলাদেশে৷ ছবি-এএফপি

Bangladesh: অগ্নিগর্ভ বাংলাদেশ, উদ্বিগ্ন নবান্ন! রাজ্যের কতজন আটকে, জানতে দিল্লির সঙ্গে যোগাযোগ

কলকাতা: বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্ন৷ পরিস্থিতির দিকে নজর রাখার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে৷ এ রাজ্যের কোনও বাসিন্দা বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মধ্যে আটকে আছেন কি না, সেই তথ্যও কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছে নবান্ন৷ পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য দিল্লির রেসিডেন্ট কমিশনারকেও নির্দেশ দিয়েছে নবান্ন৷

ইতিমধ্যেই বাংলাদেশ ছেড়ে ফিরে আসতে শুরু করেছেন বহু ভারতীয় পড়ুয়া৷ এ ছাড়াও কর্মসূত্রেও বাংলাদেশে রয়েছেন অনেক ভারতীয়৷ বাংলাদেশ বেড়াতেও যান অনেকে৷ তাঁদের মধ্যে এ রাজ্যের কত জন বাসিন্দা রয়েছেন, সেই তথ্যই জানতে চায় নবান্ন৷

আরও পড়ুন:  ‘বিজেপিতে নতুন, মাটির সঙ্গে যোগাযোগ নেই!’ শুভেন্দুকে পাল্টা দিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান

ছাত্র আন্দোলনের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে৷ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং সেনাবাহিনীর সংঘর্ষে ইতিমধ্যেই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে৷ শুক্রবার রাত থেকেই বাংলাদেশে জারি হয়েছে কারফিউ৷ তবে শনিবারও চলেছে গুলি, অন্তত তিন জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে৷

বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে সীমান্ত রয়েছে৷ ইতিমধ্যেই ঘোজাডাঙা সহ বিভিন্ন স্থল বন্দর দিয়ে পণ্য আমদানি, রপ্তানিও বন্ধ হয়ে গিয়েছে৷ সবমিলিয়ে বাংলাদেশে অশান্ত পরিস্থিতি রাজ্য প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে৷