Astro Tips: ভুলেও হাত দেবেন না মৃত মানুষের এই ছয় জিনিসে… জলে ভাসিয়ে দিন! না হলেই অশুভ শক্তির কোপে ছারখার জীবন

লাখ চেষ্টার পরেও কার্যসিদ্ধি হচ্ছে না? কোনও না কোনও বাধা আসছেই? আটকে যাচ্ছে কাজ? কিন্তু এমনটা হচ্ছে, বুঝতে পারেন না অনেকেই। আসলে জ্ঞানত বা অজ্ঞানত ভুলের কারণেই এমন বাধা আসে। এটাকেই বলা হয় পিতৃদোষ। অনেক সময় মৃত ব্যক্তির জিনিস ব্যবহার করলে এমন সমস্যায় পড়তে হয়।
লাখ চেষ্টার পরেও কার্যসিদ্ধি হচ্ছে না? কোনও না কোনও বাধা আসছেই? আটকে যাচ্ছে কাজ? কিন্তু এমনটা হচ্ছে, বুঝতে পারেন না অনেকেই। আসলে জ্ঞানত বা অজ্ঞানত ভুলের কারণেই এমন বাধা আসে। এটাকেই বলা হয় পিতৃদোষ। অনেক সময় মৃত ব্যক্তির জিনিস ব্যবহার করলে এমন সমস্যায় পড়তে হয়।
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির জ্যোতিষি সন্তোষকুমার চৌবে (রাঁচি বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষশাস্ত্রে স্বর্ণপদকপ্রাপ্ত এবং বর্তমানে পঞ্চবটি প্লাজায় অবস্থিত আগরওয়াল রত্ন-র জ্যোতিষ পরামর্শদাতা) লোকাল ১৮-কে জানান,  মৃত ব্যক্তির কিছু জিনিস ঘর থেকে বের করে দিতে হয়। সেগুলো ব্যবহার করা উচিত নয়। মৃত্যুর পর যত তাড়াতাড়ি সম্ভব এগুলো পুড়িয়ে ফেলার বা জলে ভাসিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির জ্যোতিষি সন্তোষকুমার চৌবে (রাঁচি বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষশাস্ত্রে স্বর্ণপদকপ্রাপ্ত এবং বর্তমানে পঞ্চবটি প্লাজায় অবস্থিত আগরওয়াল রত্ন-র জ্যোতিষ পরামর্শদাতা) লোকাল ১৮-কে জানান,  মৃত ব্যক্তির কিছু জিনিস ঘর থেকে বের করে দিতে হয়। সেগুলো ব্যবহার করা উচিত নয়। মৃত্যুর পর যত তাড়াতাড়ি সম্ভব এগুলো পুড়িয়ে ফেলার বা জলে ভাসিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জ্যোতিষীরা বলেন, মৃত ব্যক্তির কিছু জিনিস একেবারেই পরা উচিত নয়। এর মধ্যে প্রথমটি হল মৃত ব্যক্তির জামাকাপড়। মৃত ব্যক্তির যা জামাকাপড়ই থাকুক না কেন, তা পুড়িয়ে ফেলা উচিত।
জ্যোতিষীরা বলেন, মৃত ব্যক্তির কিছু জিনিস একেবারেই পরা উচিত নয়। এর মধ্যে প্রথমটি হল মৃত ব্যক্তির জামাকাপড়। মৃত ব্যক্তির যা জামাকাপড়ই থাকুক না কেন, তা পুড়িয়ে ফেলা উচিত।
এছাড়া মৃতের জুতা, ঘড়ি বা অন্য কোনও নিত্য ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করাও উচিত নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মৃত ব্যক্তির গয়না, যদি সেটা সোনার তৈরিও হয়, তাহলেও একেবারেই পরা উচিত নয়।
এছাড়া মৃতের জুতা, ঘড়ি বা অন্য কোনও নিত্য ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করাও উচিত নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মৃত ব্যক্তির গয়না, যদি সেটা সোনার তৈরিও হয়, তাহলেও একেবারেই পরা উচিত নয়।
ব্যক্তি জীবিত থাকাকালীন যে বিছানার চাদর ব্যবহার করেছেন সেটাও আর ব্যবহার করা যাবে না।জ্যোতিষী সন্তোষ কুমার চৌবে বলছেন, এই ধরনের জিনিস ব্যবহারের ফলে নেতিবাচকতা গ্রাস করে। ছোট ছোট কাজেও বাধা আসে। লাখো চেষ্টার পরেও সফলতা মেলে না।
ব্যক্তি জীবিত থাকাকালীন যে বিছানার চাদর ব্যবহার করেছেন সেটাও আর ব্যবহার করা যাবে না।জ্যোতিষী সন্তোষ কুমার চৌবে বলছেন, এই ধরনের জিনিস ব্যবহারের ফলে নেতিবাচকতা গ্রাস করে। ছোট ছোট কাজেও বাধা আসে। লাখো চেষ্টার পরেও সফলতা মেলে না।
তিনি আরও জানান, মৃত ব্যক্তির সোনার গয়না ব্যবহার করতে চাইলে প্রথমে সেটা গলিয়ে নতুন গয়না তৈরি করতে হবে। তারপর ব্যবহার করা যাবে। অর্থাৎ সোনার চেন থাকলে তা থেকে ব্রেসলেট তৈরি করে পরা যায়। এতে অশুভ শক্তির প্রভাব কমে যায়।
তিনি আরও জানান, মৃত ব্যক্তির সোনার গয়না ব্যবহার করতে চাইলে প্রথমে সেটা গলিয়ে নতুন গয়না তৈরি করতে হবে। তারপর ব্যবহার করা যাবে। অর্থাৎ সোনার চেন থাকলে তা থেকে ব্রেসলেট তৈরি করে পরা যায়। এতে অশুভ শক্তির প্রভাব কমে যায়।
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য করে না। নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য করে না। নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷