২১শে-র মঞ্চেও ‘সন্দেশখালি’! লোকসভার সবচেয়ে বড় ‘ইস‍্যু’ নিয়ে বিরোধীদের খোঁচা অভিষেকের

Abhishek Banerjee 21 July: ২১শে-র মঞ্চেও ‘সন্দেশখালি’! লোকসভার সবচেয়ে বড় ‘ইস‍্যু’ নিয়ে বিরোধীদের খোঁচা অভিষেকের

কলকাতা: বেলা ১২ টায় কথামতোই শুরু হল ২১ জুলাই তৃণমূলের স্মরণসভা। সভাস্থলে পৌঁছে প্রথমে শহিদবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। এরপরেই মঞ্চে ওঠেন তিনি।

অভিষেকের কথায় বার বার উঠে এল সদ‍্য লোকসভা ভোটে জয়ের প্রসঙ্গ। ২৪-এর লোকসভা ভোটের অ‍ন‍্যতম ইস‍্যু হয়ে দাঁড়িয়েছিল সন্দেশখালি। ২১ জুলাইয়ের মঞ্চে অভিষেকের কথায় উঠে এল সেই সন্দেশখালির প্রসঙ্গ।

আরও পড়ুন: ‘রক্তঝরা ইতিহাস’ থেকে বর্তমান লোকসভা ভোট! সভা শুরুর আগেই বড় বার্তা দিলেন অভিষেক, ২১ জুলাই নিয়ে কী জানালেন তৃণমূলের সেনাপতি?

অভিষেক বলেন, ‘‘সন্দেশখালিকে হাতিয়ার করেছিল। সেই লোকসভা বসিরহাটে তৃণমূল তিন লক্ষ বেশি ভোটে জিতেছে। আমি ডায়মন্ড হারবারের মানুষকে ধন্যবাদ জানাই। যারা বলেছিল ডায়মন্ড হারবারে তিন নম্বর হবে। তারা আমাকে সাত লক্ষ বেশি ভোটে জেতাল’’।

সন্দেশখালির ভিডিও কাণ্ডের প্রসঙ্গ এদিনের বক্তৃতায় বার বার টেনে আনলেন অভিষেক। ২১শে-র সভার অভিষেকের বক্তব‍্যে দেখা গেল লোকসভা ভোটে তৃণমূলের সাফল‍্যের উচ্ছ্বাস। তিনি বলেন, ‘‘ওরা মোদী, ইডি, সিবিআইয়ের গর্জনে বিশ্বাস করেছিল। আমরা গরীব মানুষের গর্জনে বিশ্বাস করেছিলাম’’।

আরও পড়ুন: হ‍্যান্ডসাম অভিনেতা থেকে আইএএস অফিসার! সাফল‍্য সত‍্যিই ‘হাতের মুঠোয়’ আইআইটি খড়্গপুরের এই ছাত্রের, র‍্যাঙ্ক জানলে ছিটকে যাবেন

তবে আত্মতুষ্টি নয়, সংযত হওয়ার বার্তাও দিলেন তৃণমূলের সেনাপতি। অভিষেকের কথায়,‘‘ যদি ভেবে থাকি আগামীর লড়াই জিতব। আমরা জিতব। কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই। আমাদের ২০১৬ থেকে বেশি ভোটে জিতব।’’ ‘‘শৃঙ্খলাপরায়ণ হতে হবে। সংযত হতে হবে’’, জানালেন অভিষেক।