নিট রিটেস্টের দাবি মানল না সুপ্রিম কোর্ট{

Supreme court on NEET: নিট বাতিল নয়, রি-টেস্টের প্রয়োজন নেই! জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: নিট-ইউজি পরীক্ষা বাতিল করল না সুপ্রিম কোর্ট৷ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ এ দিন নিট রিটেস্ট অথবা পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি খারিজ করে দিয়েছে৷ শীর্ষ আদালত রায় দিতে গিয়ে জানিয়েছে, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত এমন কোনও ত্রুটির প্রমাণ মেলেনি যাতে বলা যায় যে পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে৷

মূলত প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় নিট পরীক্ষা বাতিলের দাবি উঠেছিল৷ সুপ্রিম কোর্ট এ দিন জানিয়েছে, সিবিআই তদন্তে উঠে এসেছে শুধুমাত্র বিহারের পটনা এবং হাজারিবাগেই প্রশ্নফাঁসের প্রমাণ মিলেছে৷ ফলে এই অভিযোগের ভিত্তিতে গোটা পরীক্ষা বাতিল করে দিলে তার কোনও চরম পরিণামের আশঙ্কাও প্রকাশ করেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা৷

রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট এ দিন জানিয়েছে, প্রায় ২৩.৩৩ লক্ষ পরীক্ষার্থী নিট পরীক্ষায় বসেছিলেন৷ যাঁরা ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছেন৷ এঁদের মধ্যে অনেকেই কয়েকশো কিলোমিটার পথ অতিক্রান্ত করে এসে পরীক্ষায় বসেছিলেন৷ ফলে দুটি জায়গায় প্রশ্নফাঁসের অভিযোগের ভিত্তিতে গোটা পরীক্ষা বাতিল করা হলে তার পরিণাম মারাত্মক হতে পারে৷