Bollywood Gossip: বচ্চন পরিবারের গোড়ায় গলদ!শুধু ছেলে-বৌমার বিয়েতে নয়, অমিতাভ-জয়ার বিয়ের মুহূর্তে ঘটেছিল ভয়ানক সমস্যা, শ্বশুর জামাইকে যা বলেন….

৩ জুন ১৯৭৩ বিয়ে করেন অমিতাভ-জয়ার৷ বচ্চন পরিবারে বেজে ওঠে বিয়ের সানাই৷ এই দুই তারকার বিয়ের ছবি নেটদুনিয়ায় ভাইরাল৷ তবে এই বিয়েতেও হয়েছিল সমস্যা৷ যা খুবই ইঙ্গিতবাহী!
৩ জুন ১৯৭৩ বিয়ে করেন অমিতাভ-জয়ার৷ বচ্চন পরিবারে বেজে ওঠে বিয়ের সানাই৷ এই দুই তারকার বিয়ের ছবি নেটদুনিয়ায় ভাইরাল৷ তবে এই বিয়েতেও হয়েছিল সমস্যা৷ যা খুবই ইঙ্গিতবাহী!
অভিষেক-ঐশ্বর্যের বিচ্ছেদের গুঞ্জনের মাঝে, উঠে এল পুরনো কথা৷ মেয়ের বিয়ে দিয়ে খুশি ছিলেন না জয়ার বাবা, এমনই শোনা গিয়েছে৷ এবং যা নিজের আত্মজীবনীতে জানান অমিতাভ বচ্চনের বাবা তথা কিংবদন্তি হিন্দি কবি হরিবংশ রাই বচ্চন৷
অভিষেক-ঐশ্বর্যের বিচ্ছেদের গুঞ্জনের মাঝে, উঠে এল পুরনো কথা৷ মেয়ের বিয়ে দিয়ে খুশি ছিলেন না জয়ার বাবা, এমনই শোনা গিয়েছে৷ এবং যা নিজের আত্মজীবনীতে জানান অমিতাভ বচ্চনের বাবা তথা কিংবদন্তি হিন্দি কবি হরিবংশ রাই বচ্চন৷
তাঁর আত্মজীবনী, ‘ইন দ্য আফটারনুন অফ টাইম’-এ হরিবংশ তাঁর ছেলের বিয়ে নিয়ে এক চমকপ্রদ তথ্য ভাগ করে নিয়েছিলেন। মালাবার হিলসের স্কাইলার্ক বিল্ডিংয়ের উপরের তলায় বিয়ে হয়েছিল অমিতাভ আর জয়ার। অনুষ্ঠানে মাত্র গুটি কতক অতিথি উপস্থিত ছিলেন। বরযাত্রী ছিলেন পাঁচ জন। যাঁদের মধ্যে একজন কবি নিজে এবং আর একজন সঞ্জয় গান্ধী। জয়ার পরিবারের কেউ এ বিয়েতে তেমন উৎসাহী ছিলেন না বলেই দাবি করেন হরিবংশ।
তাঁর আত্মজীবনী, ‘ইন দ্য আফটারনুন অফ টাইম’-এ হরিবংশ তাঁর ছেলের বিয়ে নিয়ে এক চমকপ্রদ তথ্য ভাগ করে নিয়েছিলেন। মালাবার হিলসের স্কাইলার্ক বিল্ডিংয়ের উপরের তলায় বিয়ে হয়েছিল অমিতাভ আর জয়ার।
অনুষ্ঠানে মাত্র গুটি কতক অতিথি উপস্থিত ছিলেন। বরযাত্রী ছিলেন পাঁচ জন। যাঁদের মধ্যে একজন কবি নিজে এবং আর একজন সঞ্জয় গান্ধী। জয়ার পরিবারের কেউ এ বিয়েতে তেমন উৎসাহী ছিলেন না বলেই দাবি করেন হরিবংশ।
অনুষ্ঠানে মাত্র গুটি কতক অতিথি উপস্থিত ছিলেন। বরযাত্রী ছিলেন পাঁচ জন। যাঁদের মধ্যে একজন কবি নিজে এবং আর একজন সঞ্জয় গান্ধী। জয়ার পরিবারের কেউ এ বিয়েতে তেমন উৎসাহী ছিলেন না বলেই দাবি করেন হরিবংশ।
হরিবংশ জানান যে, বাঙালি রীতিতে বিয়ের চেয়েছিলেন জয়ার বাবা-মা। তাতে বচ্চন পরিবারের কোনও আপত্তি ছিল না। প্রথম পর্যায়টি ছিল বরের পূজা। জয়ার বাবা অমিতাভের বাসভবন ‘মঙ্গল’-এ উপহার নিয়ে এসেছিলেন। একটা ছোট অনুষ্ঠান হয়। সেখানে কিছু অপ্রত্যাশিত ঘটনা লক্ষ্য করেছিলেন হরিবংশজি। তিনি দেখেন যে জয়া ছাড়া ওর পরিবারের কেউই আনন্দ করেননি। কেউই খুশি ছিলেন না এই অনুষ্ঠানে৷
হরিবংশ জানান যে, বাঙালি রীতিতে বিয়ের চেয়েছিলেন জয়ার বাবা-মা। তাতে বচ্চন পরিবারের কোনও আপত্তি ছিল না। প্রথম পর্যায়টি ছিল বরের পূজা। জয়ার বাবা অমিতাভের বাসভবন ‘মঙ্গল’-এ উপহার নিয়ে এসেছিলেন। একটা ছোট অনুষ্ঠান হয়। সেখানে কিছু অপ্রত্যাশিত ঘটনা লক্ষ্য করেছিলেন হরিবংশজি। তিনি দেখেন যে জয়া ছাড়া ওর পরিবারের কেউই আনন্দ করেননি। কেউই খুশি ছিলেন না এই অনুষ্ঠানে৷
ধুমধাম ছাড়াই স্বাগত জানানো হয়েছিল বরযাত্রীদের। অনুষ্ঠান শেষ হলে খেয়েদেয়ে আবার রওনা হয়ে গিয়েছিলেন তাঁরা ৫ জন। হরিবংশ রাই বচ্চন তাঁর নতুন পুত্রবধূর বাবাকে জড়িয়ে ধরেন। অমিতের মতো জামাই পাওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানান। কিন্তু বদলে তিনি বললেন, ‘আমার পরিবারটা একেবারে ধ্বংস হয়ে গেল’।” শুনে অবাক হয়েছিলেন হরিবংশ। সেই ধাক্কা ভুলতে পারেননি।
ধুমধাম ছাড়াই স্বাগত জানানো হয়েছিল বরযাত্রীদের। অনুষ্ঠান শেষ হলে খেয়েদেয়ে আবার রওনা হয়ে গিয়েছিলেন তাঁরা ৫ জন। হরিবংশ রাই বচ্চন তাঁর নতুন পুত্রবধূর বাবাকে জড়িয়ে ধরেন। অমিতের মতো জামাই পাওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানান। কিন্তু বদলে তিনি বললেন, ‘আমার পরিবারটা একেবারে ধ্বংস হয়ে গেল’।” শুনে অবাক হয়েছিলেন হরিবংশ। সেই ধাক্কা ভুলতে পারেননি।
খুবই চর্চিত ছিল অমিতাভ-জয়ার দাম্পত্য৷ তাঁরে সম্পর্কের মাঝে একাধিক নারীর কথা শোনা গিয়েছে৷ রেখা সঙ্গে অমিতাভের প্রেমের জল্পনা সব সময় চলতে থাকে বলিউডে৷ এখন বচ্চন বাড়ির নতুন গুঞ্জন অভিষেক-ঐশ্বর্যকে ঘিরে৷ দেখা যাক তাঁদের সংসার শেষ পর্যন্ত ভাঙে নাকি টিকে যায়৷
খুবই চর্চিত ছিল অমিতাভ-জয়ার দাম্পত্য৷ তাঁরে সম্পর্কের মাঝে একাধিক নারীর কথা শোনা গিয়েছে৷ রেখা সঙ্গে অমিতাভের প্রেমের জল্পনা সব সময় চলতে থাকে বলিউডে৷ এখন বচ্চন বাড়ির নতুন গুঞ্জন অভিষেক-ঐশ্বর্যকে ঘিরে৷ দেখা যাক তাঁদের সংসার শেষ পর্যন্ত ভাঙে নাকি টিকে যায়৷