Astro Tips: হু হু করে খরচ হয়ে যাচ্ছে টাকা পার্সে রাখুন ‘এই’ একটি নীল ফুল… মহাদেবের প্রিয়, সুখ-সমৃদ্ধিতে ভরে যাবে জীবন

আমাদের খুবই পরিচিত অপরাজিতা ফুল দুই ধরনের হয়, একটি নীল এবং একটি সাদা। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে, এই ফুলে ভগবান বিষ্ণু, শিব ও শনিদেব প্রসন্ন হন।
আমাদের খুবই পরিচিত অপরাজিতা ফুল দুই ধরনের হয়, একটি নীল এবং একটি সাদা। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে, এই ফুলে ভগবান বিষ্ণু, শিব ও শনিদেব প্রসন্ন হন।
জ্যোতিষী ডাঃ রবীন্দ্রনাথ মিশ্রের মতে, এই গাছটি যদি বাড়িতে সঠিক দিকে রোপণ করা হয় তবে পরিবারের সদস্যদের সুখ, শান্তি, যশ, খ্যাতি এবং সাফল্য অর্জিত হয়। অপরাজিতা ফুল নিয়ে শাস্ত্রে অনেক ধরনের কৌশলের কথা বলা হয়েছে।
জ্যোতিষী ডাঃ রবীন্দ্রনাথ মিশ্রের মতে, এই গাছটি যদি বাড়িতে সঠিক দিকে রোপণ করা হয় তবে পরিবারের সদস্যদের সুখ, শান্তি, যশ, খ্যাতি এবং সাফল্য অর্জিত হয়। অপরাজিতা ফুল নিয়ে শাস্ত্রে অনেক ধরনের কৌশলের কথা বলা হয়েছে।
কেউ যদি নতুন কর্মসংস্থানের সুযোগ এবং কাঙ্ক্ষিত সাফল্য পেতে চান, তাহলে সাক্ষাৎকারের একদিন আগে তার প্রিয় দেবতার চরণে পাঁচটি অপরাজিতা ফুল অর্পণ করা উচিত।
কেউ যদি নতুন কর্মসংস্থানের সুযোগ এবং কাঙ্ক্ষিত সাফল্য পেতে চান, তাহলে সাক্ষাৎকারের একদিন আগে তার প্রিয় দেবতার চরণে পাঁচটি অপরাজিতা ফুল অর্পণ করা উচিত।
টাকার পার্স বা ব্যাগ যদি থেকে থেকেই খালি হয়ে যায়, তাহলে প্রতি মঙ্গলবার হনুমানজির পায়ে অপরাজিতা ফুল অর্পণ করুন এবং তারপর এই ফুলটি আপনার পার্সে বা যেখানে টাকা রাখবেন সেখানে রাখুন। এটি করলে আপনার পার্স সবসময় টাকায় পূর্ণ থাকবে।
টাকার পার্স বা ব্যাগ যদি থেকে থেকেই খালি হয়ে যায়, তাহলে প্রতি মঙ্গলবার হনুমানজির পায়ে অপরাজিতা ফুল অর্পণ করুন এবং তারপর এই ফুলটি আপনার পার্সে বা যেখানে টাকা রাখবেন সেখানে রাখুন। এটি করলে আপনার পার্স সবসময় টাকায় পূর্ণ থাকবে।
ছাদবাগান, ব্যালকনি বা জমি-সব জায়গাতেই পরিচর্যা করলে বেড়ে উঠবে অপরাজিতা লতা।
ছাদবাগান, ব্যালকনি বা জমি-সব জায়গাতেই পরিচর্যা করলে বেড়ে উঠবে অপরাজিতা লতা।
অপরাজিতা ফুলের মাটি অবশ্যই আম্লিক হতে হবে। ক্ষারীয় ভাব বেশি হলে ফুলের ফলন কমে যাবে। মাটিতে মিশিয়ে নিন এমন উপাদান যাতে অম্লের পরিমাণ বাড়ে।
অপরাজিতা ফুলের মাটি অবশ্যই আম্লিক হতে হবে। ক্ষারীয় ভাব বেশি হলে ফুলের ফলন কমে যাবে। মাটিতে মিশিয়ে নিন এমন উপাদান যাতে অম্লের পরিমাণ বাড়ে।
বাড়ির পূর্ব দিকে এই গাছ লাগানোই সবচেয়ে ভাল৷ তা না হলে উত্তর বা উত্তর-পূর্ব দিকেও অপরাজিতা গাছ লাগাতে পারেন।
বাড়ির পূর্ব দিকে এই গাছ লাগানোই সবচেয়ে ভাল৷ তা না হলে উত্তর বা উত্তর-পূর্ব দিকেও অপরাজিতা গাছ লাগাতে পারেন।
যদি সবসময় অর্থের সমস্যা থেকে থাকে এবং হাতে একদম টাকা না থাকে, তবে প্রতি সোমবার নদীতে একসঙ্গে ৫টি অপরাজিতা ফুল ভাসিয়ে দিন। এতে অর্থ সংক্রান্ত সমস্যা শীঘ্রই দূর হবে এবং আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন।
যদি সবসময় অর্থের সমস্যা থেকে থাকে এবং হাতে একদম টাকা না থাকে, তবে প্রতি সোমবার নদীতে একসঙ্গে ৫টি অপরাজিতা ফুল ভাসিয়ে দিন। এতে অর্থ সংক্রান্ত সমস্যা শীঘ্রই দূর হবে এবং আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন।
অস্বীকৃতি : উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য  বা অনুরোধ করে না। নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
অস্বীকৃতি : উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করে না। নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷