অবিরাম বৃষ্টিপাতে ভয়াবহ পুনের বন্যা পরিস্থিতি (Photo Credits: X)

Pune Flooded After Heavy Rain: অবিরাম বৃষ্টিতে পুনেতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, মৃত কমপক্ষে ৬ জন

পুনে: গত ২৪ ঘণ্টা ধরে মহারাষ্ট্রের পুনে জেলায় ভারী বৃষ্টি হয়েছে৷ যার ফলে পুনের জনজীবন বিপর্যস্ত হয়ে গিয়েছে৷ অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পুনের প্রায় সর্বত্র জুড়ে বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷

টানা বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে৷ আবাসিক এলাকা থেকে বাজারঘাট সর্বত্র হাঁটু সমান জলে ডুবে গিয়েছে৷ বৃষ্টির ফলে একাধিক জায়গায় ধসও নামার খবর শোনা যাচ্ছে৷

আরও পড়ুন: বৃষ্টিপাতে বিপর্যস্ত মুম্বই শহর, আগামী তিন দিনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ায় ২৫ জুলাই পুনের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ ছিল। অতিরিক্ত বৃষ্টিপাতে ‘খাদকওয়াসলা বাঁধ’ ভরে যাওয়ার ফলে পুনে প্রশাসন ‘মুথা’ নদীর জল ছেড়ে দিতে বাধ্য হয়৷ এর ফলে নদীর তীরবর্তী বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করা রয়েছে।

এছাড়াও অবিরাম বৃষ্টিপাতের জেরে ‘একতা নগর’, ‘সিংহগড় রোড’ এবং ‘পুলাচি ওয়াড়ি’র মতো নিচু অঞ্চলগুলোও প্লাবিত হয়েছে।

আরও পড়ুন:নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সিবিআইয়ের বিবৃতি, আটক হাজারিবাগ স্কুলের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ-সহ আরও অনেকে

‘সিংহগড় রোড’ এর এক আবাসিক কমপ্লেক্সে জলের উচ্চতা বা বুক সমান হয়ে দাঁড়িয়েছে৷ জরুরি পরিস্থিতে বাসিন্দাদের নৌকায় করে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে৷

আবহাওয়া দপ্তর এখনও অবধি কোনও আশার খবর জানাতে পারেনি৷ খুব প্রয়োজন ছাড়া প্রশাসনের তরফ থেকে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে৷

বন্যা পরিস্থিতিতে ইতিমধ্যেই অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে পুণের জলযন্ত্রণার ছবি ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে