ভারতে নোট কী দিয়ে তৈরি হয়? জিজ্ঞেস করলে অধিকাংশ মানুষই বলবেন কাগজ দিয়ে। সত্যিই কি তাই?

Indian currency notes: বহু মানুষ জানেন না, কাগজ নয় ভারতে বিশেষ এক পদার্থ দিয়ে তৈরি হয় নোট

ভারতে নোট কী দিয়ে তৈরি হয়? জিজ্ঞেস করলে অধিকাংশ মানুষই বলবেন কাগজ দিয়ে। সত্যিই কি তাই?
ভারতে নোট কী দিয়ে তৈরি হয়? জিজ্ঞেস করলে অধিকাংশ মানুষই বলবেন কাগজ দিয়ে। সত্যিই কি তাই?
বাস্তবে ভারতে কাগজ দিয়ে তৈরিই হয় না টাকা। বর্তমানে ভারতে ১০, ২০, ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট ভারতে বৈধ। কিন্তু এর মধ্যে কোনও অঙ্কের নোটই কাগজ দিয়ে তৈরি হয় না।
বাস্তবে ভারতে কাগজ দিয়ে তৈরিই হয় না টাকা। বর্তমানে ভারতে ১০, ২০, ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট ভারতে বৈধ। কিন্তু এর মধ্যে কোনও অঙ্কের নোটই কাগজ দিয়ে তৈরি হয় না।
নিয়মিত ব্যবহারের ফলে নোট ছিঁড়ে যায় বা নোংরা হয়ে যায়, তাই অনেক সময় মনে হয় টাকা কাগজের তৈরি হয়, কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের সূত্র অনুযায়ী ভারতীয় নোট তৈরি হয় ১০০% কটন দিয়ে।
নিয়মিত ব্যবহারের ফলে নোট ছিঁড়ে যায় বা নোংরা হয়ে যায়, তাই অনেক সময় মনে হয় টাকা কাগজের তৈরি হয়, কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের সূত্র অনুযায়ী ভারতীয় নোট তৈরি হয় ১০০% কটন দিয়ে।
টাকা কখনও একজনের হাতে থাকে না, নিয়মিত হাত বদল হয়। তাই বহুল ব্যবহারের ফলে নোট ছিঁড়ে যায়। কিন্তু টাকা কটনের তৈরি হওয়ার ফলে তা অনেক টেকসই হয়।
টাকা কখনও একজনের হাতে থাকে না, নিয়মিত হাত বদল হয়। তাই বহুল ব্যবহারের ফলে নোট ছিঁড়ে যায়। কিন্তু টাকা কটনের তৈরি হওয়ার ফলে তা অনেক টেকসই হয়।
শুধু তাই নয়, কটন ওজনেও হালকা, এবং এতে অনেক বেশি নিরাপত্তাজনিত ফিচার দেওয়া যায়।
শুধু তাই নয়, কটন ওজনেও হালকা, এবং এতে অনেক বেশি নিরাপত্তাজনিত ফিচার দেওয়া যায়।
তবে অনেক দেশই নোট তৈরিতে বিভিন্ন পদার্থ ব্যবহার করে। অনেক দেশ কাগজও ব্যবহার করে, কিন্তু ভারতে নোট সব সময়ই ১০০% কটনের তৈরি।
তবে অনেক দেশই নোট তৈরিতে বিভিন্ন পদার্থ ব্যবহার করে। অনেক দেশ কাগজও ব্যবহার করে, কিন্তু ভারতে নোট সব সময়ই ১০০% কটনের তৈরি।