প্রিয়াঙ্কা গান্ধি শুক্রবার, গাজার উপর আগ্রাসনর জন্য বেঞ্জািমন নেতানিয়াহুর পদক্ষেপকে নিন্দা করেছেন। (File Image/ PTI/AFP)

Israel-Palestine War:গাজার উপর ইজরায়েলের আগ্রাসনকে বর্বরতার আখ্যা, পশ্চিমি দেশগুলোর সমালোচনায় প্রিয়াঙ্কা গান্ধি ভাঢরা

দিল্লি: প্রিয়াঙ্কা গান্ধি শুক্রবার, গাজার উপর আগ্রাসনর জন্য বেঞ্জািমন নেতানিয়াহুর পদক্ষেপকে নিন্দা করেছেন।

প্রসঙ্গত মার্কিন কংগ্রেসে বক্তৃতায় নেতানিয়াহু গাজায় যুদ্ধ প্রসঙ্গে ইজরায়েলের আগ্রাসনের সপক্ষে বক্তৃতা দেন৷ হাউসের স্পিকার মাইক জনসন এবং রিপাকলিকান আইনপ্রণেতাদের কাছ থেকে উষ্ণ অভিজ্ঞতা পান৷

আরও পড়ুন:গাজার ‘সেফ জোনে’ বোমাবর্ষণ ইজরায়েল সেনার, নিহত প্রায় ৯২ জন

এই প্রসঙ্গেই কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ভাঢরা ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছেন৷ তিনি অভিযোগ করেছেন গাজায় দিনের পর দিন মনুষত্বের হত্যা হয়েছে৷

সাধারণ মানুষের নৃশ্বংসতার সঙ্গে খুন হয়েছে৷ কারওর মা, বাবা, ওখানকার শিক্ষক, চিকিৎসক, লেখক, কবি, প্রবীণ নাগরিকরা দিনের পর দিন নিশ্চিহ্ন হয়ে গিয়েছে৷ শিশুদের হত্যার দৃশ্যে পৃথিবীর সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা শিউরে উঠেছে৷

আরও পড়ুন:গাজায় শিশু মৃত্যুর ঘটনা হৃদয়বিদারক, যুদ্ধ শেষ হওয়া উচিত! নেতনিয়াহুর সঙ্গে বৈঠকের পর বললেন কমলা হ্যারিস

কংগ্রেসের সভানেত্রী পশ্চিমের দেশগুলোর দৃষ্টিভঙ্গিকেও সমালোচনা করেছেন৷, ‘‘তিনি (নেতানিয়াহু) এই যুদ্ধকে বর্বরতা ও সভতার মধ্যের যুদ্ধ বলে উল্লেখ করেছেন৷ তিনি সঠিক কথাই বলেছেন৷ কিন্তু বর্বরতার নিদর্শন রাখছে ইজরায়েলি প্রশাসসন৷ পশ্চিমের দেশ গুলোও এই বর্বরতাকে আটকানোর চেষ্টা করছে না৷ বরং আরও বেশি নেতানিয়াহুকে আরও বেশি মদত দেওয়া হচ্ছে৷’’

তিনি বিশ্বের সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে ইজরায়েলি সরকারের এই জেনোসাইটকে নিন্দা করা উচিত৷ এমনকি ইজরায়েলের নাগরিক যাঁরা হিংসা ও ঘৃণায় বিশ্বাস করেন না, তাঁদেরও তিনি এগিয়ে আসার আহ্বান করেন৷

প্রসঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও কয়েকদিন আগে গাজার আগ্রাসন বন্ধ করার সপক্ষে কথা বলেছিলেন৷