Weather

Weather News Today | প্রবল দুর্যোগ! বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি কোন কোন জেলায়?

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছিল শুক্রবারই। শনিবার থেকে সেটি  শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েছে।  নিম্নচাপের অভিমুখ এখন ওড়িশা উপকূল। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজবে কলকাতাও। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের ও সতর্কতার কথা জানিয়েছে হাওয়া অফিস। একদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়েছে, অন্য দিকে বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ আরও শক্তি বাড়িয়েছে। এই নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।