ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এ হেন সংখ্যাতত্ত্ব নিয়ে এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, সেই অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে ৷

Daily Numerology: সংখ্যাতত্ত্বে ৩১ জুলাই; দেখে নিন কেমন যাবে আজকের দিন; জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এ হেন সংখ্যাতত্ত্ব নিয়ে এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, সেই অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে ৷
ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এ হেন সংখ্যাতত্ত্ব নিয়ে এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, সেই অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে ৷
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ১, তাঁরা নতুন বন্ধু পেতে চলেছেন। গত কয়েকদিনের তিক্ত অভিজ্ঞতা ধীরে ধীরে কেটে যাবে। ত্বকের সমস্যা দেখা দিলে ভাল বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। মাথায় রাখতে হবে, স্বপ্নে রাজা উজির মেরে কোনও লাভ নেই। নতুন কারও সঙ্গে আলাপ হতে চলেছে। যাকে নিয়ে কৌতূহল বাড়বে। তবে মন দেওয়ার আগে তাঁকে ভালভাবে চিনে নেওয়া জরুরী।
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ১, তাঁরা নতুন বন্ধু পেতে চলেছেন। গত কয়েকদিনের তিক্ত অভিজ্ঞতা ধীরে ধীরে কেটে যাবে। ত্বকের সমস্যা দেখা দিলে ভাল বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। মাথায় রাখতে হবে, স্বপ্নে রাজা উজির মেরে কোনও লাভ নেই। নতুন কারও সঙ্গে আলাপ হতে চলেছে। যাকে নিয়ে কৌতূহল বাড়বে। তবে মন দেওয়ার আগে তাঁকে ভালভাবে চিনে নেওয়া জরুরী।
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ২, তাঁদের এই দিন ভাল কাটবে। সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে থাকার স্বীকৃতি মিলতে চলেছে। শিশুরা স্কুল থেকে সুখবর নিয়ে আসতে পারে। শারীরিক ও মানসিক শক্তি তুঙ্গে থাকবে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। রোম্যান্টিক মুহূর্ত যাপনের উপযুক্ত সময়। তবে নিজের সঙ্গেও কিছুটা সময় কাটানো উচিত।
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ২, তাঁদের এই দিন ভাল কাটবে। সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে থাকার স্বীকৃতি মিলতে চলেছে। শিশুরা স্কুল থেকে সুখবর নিয়ে আসতে পারে। শারীরিক ও মানসিক শক্তি তুঙ্গে থাকবে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। রোম্যান্টিক মুহূর্ত যাপনের উপযুক্ত সময়। তবে নিজের সঙ্গেও কিছুটা সময় কাটানো উচিত।
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৩, তাঁরা জীবনে ভাল জিনিস পেতে চান। এর জন্য অধ্যাবসায় জরুরী, সময়ে ঠিক মিলবে। নিজের উপর নিয়ন্ত্রণ এবং কঠোর পরিশ্রমে অনেক বাধা কেটে যাবে। নিজের শরীরের প্রতি নজর দিতে হবে। তবেই ক্লান্তি কাটবে। একই সঙ্গে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। সঙ্গীর সঙ্গে সুন্দর দিন কাটানোর অভিজ্ঞতা হতে চলেছে।
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৩, তাঁরা জীবনে ভাল জিনিস পেতে চান। এর জন্য অধ্যাবসায় জরুরী, সময়ে ঠিক মিলবে। নিজের উপর নিয়ন্ত্রণ এবং কঠোর পরিশ্রমে অনেক বাধা কেটে যাবে। নিজের শরীরের প্রতি নজর দিতে হবে। তবেই ক্লান্তি কাটবে। একই সঙ্গে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। সঙ্গীর সঙ্গে সুন্দর দিন কাটানোর অভিজ্ঞতা হতে চলেছে।
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৪, তাঁদের জন্য এই দিন শুভ। তবে মনে সারাদিন অসন্তোষ থাকবে। সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকলে অপরিমেয় তৃপ্তি মিলতে পারে। সম্পত্তি কেনার এটাই ভাল সময়। শেয়ার বাজার বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করা যায়। সম্পর্কে কিছুটা চাপ থাকবে। সঙ্গীকে সময় দিতে হবে। ৩ জন্মতারিখের জাতক জাতিকাদের শুভ সংখ্যা ১৭ এবং শুভ রঙ ফরেস্ট গ্রিন।
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৪, তাঁদের জন্য এই দিন শুভ। তবে মনে সারাদিন অসন্তোষ থাকবে। সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকলে অপরিমেয় তৃপ্তি মিলতে পারে। সম্পত্তি কেনার এটাই ভাল সময়। শেয়ার বাজার বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করা যায়। সম্পর্কে কিছুটা চাপ থাকবে। সঙ্গীকে সময় দিতে হবে। ৩ জন্মতারিখের জাতক জাতিকাদের শুভ সংখ্যা ১৭ এবং শুভ রঙ ফরেস্ট গ্রিন।
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৫, তাঁদের জন্য সাধারণ দিন হতে চলেছে। এই দিন নতুন বন্ধু মিলবে। বিগত দিনের তিক্ত অভিজ্ঞতা ধীরে ধীরে দূর হয়ে যাবে। ত্বকে সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। কল্পনার জাল বুনে সময় নষ্ট করার কোনও মানে হয় না। নতুন কারও সঙ্গে আলাপে মনে কৌতূহল তৈরি হবে। তবে হৃদয় সমর্পণের আগে সেই ব্যক্তিকে ভালভাবে জানা উচিত। শুভ সংখ্যা ১৫, শুভ রঙ নেভি ব্লু।
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৫, তাঁদের জন্য সাধারণ দিন হতে চলেছে। এই দিন নতুন বন্ধু মিলবে। বিগত দিনের তিক্ত অভিজ্ঞতা ধীরে ধীরে দূর হয়ে যাবে। ত্বকে সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। কল্পনার জাল বুনে সময় নষ্ট করার কোনও মানে হয় না। নতুন কারও সঙ্গে আলাপে মনে কৌতূহল তৈরি হবে। তবে হৃদয় সমর্পণের আগে সেই ব্যক্তিকে ভালভাবে জানা উচিত। শুভ সংখ্যা ১৫, শুভ রঙ নেভি ব্লু।
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৬, তাঁদের এই দিন চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য তৈরি থাকতে হবে। উর্ধতন কর্তৃপক্ষ মুলতুবি থাকা প্রস্তাবে অনুমোদন দিতে পারে। অপ্রত্যাশিত কোনও ঘটনার অভিঘাত ভাবিয়ে তুলবে, কী ঘটছে, কেন ঘটছে এসব। আর্থিক দিক থেকে সময়টা অনুকূল নয়। সম্পত্তি লেনদেনে লাভ নাও মিলতে পারে। যাঁরা বিদেশে ব্যবসা করছেন তাঁরা লাভ পাবেন। প্রেম জীবনে ভোগান্তি রয়েছে। তবে দীর্ঘস্থায়ী হবে না। শুভ সংখ্যা- ৯, শুভ রঙ- লেমন।
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৬, তাঁদের এই দিন চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য তৈরি থাকতে হবে। উর্ধতন কর্তৃপক্ষ মুলতুবি থাকা প্রস্তাবে অনুমোদন দিতে পারে। অপ্রত্যাশিত কোনও ঘটনার অভিঘাত ভাবিয়ে তুলবে, কী ঘটছে, কেন ঘটছে এসব। আর্থিক দিক থেকে সময়টা অনুকূল নয়। সম্পত্তি লেনদেনে লাভ নাও মিলতে পারে। যাঁরা বিদেশে ব্যবসা করছেন তাঁরা লাভ পাবেন। প্রেম জীবনে ভোগান্তি রয়েছে। তবে দীর্ঘস্থায়ী হবে না। শুভ সংখ্যা- ৯, শুভ রঙ- লেমন।
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৭, তাঁদের এই দিন সাবধানে থাকতে হবে। নিয়ন্ত্রণ অসম্ভব, এমন পরিস্থিতিতে জড়িয়ে পড়া উচিত হবে না। মনে অসন্তুষ্টি থাকবে। পেটের সমস্যা হতে পারে। খাওয়াদাওয়ার দিকে লক্ষ্য দিতে হবে। প্রচার বা ভাল ব্যবসার প্রস্তাব আসতে পারে। সুযোগের সদ্ব্যবহার করা উচিত। অল্প সময়ের জন্য চেনা কোনও ব্যক্তির প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা ২২, শুভ রঙ হালকা নীল।
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৭, তাঁদের এই দিন সাবধানে থাকতে হবে। নিয়ন্ত্রণ অসম্ভব, এমন পরিস্থিতিতে জড়িয়ে পড়া উচিত হবে না। মনে অসন্তুষ্টি থাকবে। পেটের সমস্যা হতে পারে। খাওয়াদাওয়ার দিকে লক্ষ্য দিতে হবে। প্রচার বা ভাল ব্যবসার প্রস্তাব আসতে পারে। সুযোগের সদ্ব্যবহার করা উচিত। অল্প সময়ের জন্য চেনা কোনও ব্যক্তির প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা ২২, শুভ রঙ হালকা নীল।
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৮, তাঁদের এই দিন সাধারণভাবেই কাটবে। নিরামিষ ভোজন করা যায় কি না, গুরুত্ব সহকারে ভাবা উচিত। এড়ানো যায় এমন বিতর্কে না জড়ানোই শ্রেয়। কোনও কারণে মাথাব্যথা বাড়তে পারে, বিষয়টাকে সহজে নেওয়া উচিত। নতুন ব্যবসার সুযোগ আসতে চলেছে। রোম্যান্সের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৮, তাঁদের এই দিন সাধারণভাবেই কাটবে। নিরামিষ ভোজন করা যায় কি না, গুরুত্ব সহকারে ভাবা উচিত। এড়ানো যায় এমন বিতর্কে না জড়ানোই শ্রেয়। কোনও কারণে মাথাব্যথা বাড়তে পারে, বিষয়টাকে সহজে নেওয়া উচিত। নতুন ব্যবসার সুযোগ আসতে চলেছে। রোম্যান্সের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৯, তাঁদের এই দিন ভাল কাটবে। উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত কাজ সফলভাবে শেষ হতে চলেছে। বাইরে খাওয়াদাওয়ার ইচ্ছা হতে পারে। এই সময় সতর্ক থাকা উচিত, যে কোনও আঘাত সারতে সময় লাগবে। আয় বৃদ্ধি পাবে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে প্রত্যাশাও। বিষয়টাকে হালকাভাবে নেওয়া উচিত। সঙ্গীর সঙ্গে মতের মিল হবে, এটার সঠিক ব্যবহার করা উচিত। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৯, তাঁদের এই দিন ভাল কাটবে। উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত কাজ সফলভাবে শেষ হতে চলেছে। বাইরে খাওয়াদাওয়ার ইচ্ছা হতে পারে। এই সময় সতর্ক থাকা উচিত, যে কোনও আঘাত সারতে সময় লাগবে। আয় বৃদ্ধি পাবে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে প্রত্যাশাও। বিষয়টাকে হালকাভাবে নেওয়া উচিত। সঙ্গীর সঙ্গে মতের মিল হবে, এটার সঠিক ব্যবহার করা উচিত। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)