এসএসসি কাণ্ডে অযোগ্য কত?

WB Primary Teacher Recruitment 2024: প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলা থমকে, তদন্তের অগ্রগতি রিপোর্ট দিতে পারল না ইডি

কলকাতা:  আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া স্থগিত রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। সুপ্রিম কোর্টের আদেশ মেনে হাইকোর্টে মূল মামলার বিচার প্রক্রিয়া স্থগিত হয়ে গেল।

দুর্নীতির অভিযোগে ৯৪ জন চাকরি হারান একক বেঞ্চের নির্দেশে। ৯৪ জনের চাকরি বাতিলের নির্দেশ বহাল থাকে ডিভিশন বেঞ্চে। মামলা পৌঁছায় শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্ট ৯৪ জনকে চাকরিতে ফেরায় এবং মূল মামলার বিচার প্রক্রিয়া মুলতবি রাখতে নির্দেশ জারি করে ১৫ জুলাই।

প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে রিপোর্ট দিয়ে সিবিআই একাধিক অনিয়ম একক বেঞ্চের সামনে পেশ করে। সেই রিপোর্ট খতিয়ে দেখে প্রাথমিক বোর্ড জানায়, ৯৪ জনের চাকরির মধ্যে অনিয়ম ধরা পড়েছে। তার পর ওই ৯৪ জনের চাকরি বাতিল করে একক ও ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন- খাসির মাংসের কোন অংশ সবচেয়ে সুস্বাদু? কেনার সময় খেয়াল রাখুন এইগুলো

সুপ্রিম কোর্টে মামলা পৌঁছালে প্রাথমিক বোর্ড তাদের অবস্থান সুস্পষ্ট করেনি। তাতেই অনাবশ্যক মামলায় বিভ্রান্তি বেড়েছে। বিচারপতি অমৃতা সিনহা এজলাসে অভিযোগ করেন মূল মামলাকারীর আইনজীবীরা। মামলার বিচারপ্রক্রিয়া স্থগিত হয়ে যাওয়ায় তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করতে পারল না সিবিআই ও ইডি।