TMC Abhishek Banerjee

Abhishek Banerjee: বাজেটে কোনও রাজ্যকে বঞ্চনা করা হয়নি, দাবি নির্মলার! শ্বেতপত্র কোথায়, সরব অভিষেক

নয়াদিল্লি: বাজেটে কোনও রাজ্যকেই আর্থিক বরাদ্দ থেকে বঞ্চিত করা হয়নি৷ পক্ষপাতমূলক বাজেটের যে অভিযোগ বিরোধীরা একযোগে করছিলেন, তাকে প্রত্যাখ্যান করে এ দিন সংসদে এমনই দাবি করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ বিরোধীরা যে অভিযোগ করছে, তা বিভ্রান্তিকর বলেও এ দিন জবাবি ভাষণ দিতে গিয়ে দাবি করেছেন নির্মলা৷

যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই দাবিকে অসত্য বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেকের পাল্টা প্রশ্ন, ২০২১-এ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বাংলার জন্য মনরেগা এবং আবাস যোজনার মতো প্রকল্পে কেন্দ্র কত টাকা বরাদ্দ করেছে, সেই শ্বেতপত্র কেন প্রকাশ করছে না বিজেপি?

বিরোধীদের অভিযোগ ছিল, বিহার এবং অন্ধ্রপ্রদেশ ছাড়া অন্য আর কোনও রাজ্যের নামই বাজেট বক্তৃতার সময় অর্থমন্ত্রীর মুখে কার্যত শোনা যায়নি৷ নির্মলা এ দিন পাল্টা প্রশ্ন তোলেন, বাজেট বক্তৃতায় কোনও রাজ্যের নাম শোনা না যাওয়ার মানেই কি সেই রাজ্যকে অর্থ বরাদ্দ করা হয়নি? নির্মলা বলেন, ‘২০০৪-০৫ সালের বাজেট বক্তৃতায় ১৭টি রাজ্যের নাম নেওয়া হয়নি৷ তার অর্থ কি ইউপিএ সরকার ওই ১৭টি রাজ্যকে কোনও অর্থ বরাদ্দ করেনি?’

আরও পড়ুন: ‘বৈঠকে গিয়ে জানলাম আমি প্রাক্তন!’ ভোটে হারের পর দলেও ধাক্কা, অভিমানী অধীর

কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে জবাব দিয়ে এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য পাল্টা লিখেছেন, ‘কেন্দ্রীয় অর্থমন্ত্রী জবাবি ভাষণে প্রায় ১০০ মিনিট ধরে একশোর উপরে মিথ্যে বললেন৷ কিন্তু একবারও বাংলার বঞ্চনা নিয়ে একটা শব্দ উচ্চারণ করলেন না৷ কেন্দ্রীয় সরকার সংসদে দাবি করেছে কোনও রাজ্যকেই বঞ্চনা করা হয়নি৷ কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বাংলার জন্য মনরেগা এবং আবাস প্রকল্পে কত টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার, ১৩৮ দিন এবং ৩৩১৯ ঘণ্টা অতিক্রান্ত হলেও সেই শ্বেতপত্র প্রকাশ করতে ব্যর্থ বিজেপি নেতৃত্ব৷’

এ দিন সংসদে বক্তব্য রাখতে গিয়েও বাংলার জন্য কেন্দ্রীয় সরকারের আর্থিক বরাদ্দ নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান অভিষেক৷ পাশাপাশি নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন বক্তব্য রাখার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হল না, সেই অভিযোগ তুলেও আজ সংসদে সরব হন অভিষেক৷