অনুব্রত মণ্ডলকে জামিন সুপ্রিম কোর্টের, মানতে হবে দু’টি শর্ত

গরু পাচার মামলায় অবশেষে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে জামিন দিল সুপ্রিম কোর্ট। গরু পাচার মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘কেষ্ট’। কী শর্ত? সুপ্রিম কোর্টের নির্দেশ, অনুব্রতকে তদন্তে সহযোগিতা করতে হবে এবং তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে। প্রসঙ্গত, ২০২২ সালের ১১ অগাস্ট গরু পাচার মামলায় গ্রেফতার হন অনুব্রত।সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ গরু পাচার সংক্রান্ত সিবিআই মামলায় জামিন দিল অনুব্রতকে। একইসঙ্গে জামিনের অন্যতম শর্ত হিসেবে বলা হয়েছে, কোনও অবস্থাতেই তদন্তকে প্রভাবিত করবেন না অনুব্রত। কোনও ভাবেই প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করতে পারবেন না।