স্যাটেলাইটের মাধ্যমে ভূমিধ্বসের ৩ডি ছবি তৈরি করেছে ইসরো। তাতে দেখা যাচ্ছে, পাহাড়ের ঢালের একটা বড় অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। স্যাটেলাইট ডেটায় উঠে এসেছে, একই জায়গায় এর আগেও ভূমিধ্বস হয়েছিল। ফলে মাটির আর এই ধরণের দুর্যোগ মোকাবিলার ক্ষমতা ছিল না। ওয়ানাডের বেশ কয়েকটি জায়গায় উদ্ধারকাজ চালাচ্ছে সেনা।

Wayanad Landslide: মৃতের সংখ্যা বেড়ে ২৯১… ওয়ানাড়ে ভূমিধ্বস! স্যাটেলাইট ছবি প্রকাশ করল ইসরো

ব্যাপক ভূমিধ্বসে বিধ্বস্ত ওয়ানাড। গ্রামের পর গ্রাম চলে গিয়েছে মাটির তলায়। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে ভারতীয় সেনা এবং এনডিআরএফ। ঘটনার দু’দিন পর ক্ষয়ক্ষতির স্যাটেলাইট ছবি প্রকাশ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
ব্যাপক ভূমিধ্বসে বিধ্বস্ত ওয়ানাড। গ্রামের পর গ্রাম চলে গিয়েছে মাটির তলায়। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে ভারতীয় সেনা এবং এনডিআরএফ। ঘটনার দু’দিন পর ক্ষয়ক্ষতির স্যাটেলাইট ছবি প্রকাশ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
মঙ্গলবার আচমকাই পার্বত্য এলাকা ওয়ানাডে ভূমিধস নামে। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯১ জন। নিখোঁজ ২০৬ জন।
মঙ্গলবার আচমকাই পার্বত্য এলাকা ওয়ানাডে ভূমিধস নামে। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯১ জন। নিখোঁজ ২০৬ জন।
ভূমিধসে আটকে পড়া মানুষদের উদ্ধারে নেমেছে ভারতীয় সেনা এবং এনডিআরএফ। ইসরোর উন্নত কার্টোস্যাট ৩ অপটিক্যাল স্যাটেলাইট এবং RISAT স্যাটেলাইটের মাধ্যমে ভূমিধ্বসে ক্ষয়ক্ষতির হিসাব করেছে হায়দরাবাদের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার।
ভূমিধসে আটকে পড়া মানুষদের উদ্ধারে নেমেছে ভারতীয় সেনা এবং এনডিআরএফ। ইসরোর উন্নত কার্টোস্যাট ৩ অপটিক্যাল স্যাটেলাইট এবং RISAT স্যাটেলাইটের মাধ্যমে ভূমিধ্বসে ক্ষয়ক্ষতির হিসাব করেছে হায়দরাবাদের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার।
এনআরএসসি-এর রিপোর্ট অনুযায়ী, ব্যাপক বৃষ্টিপাতের কারণেই ১,৫৫০ মিটার উচ্চতায় ভূমিধ্বস নামে। গত কয়েকদিন ধরেই চুরমালা শহর এবং আশপাশে প্রবল বৃষ্টি হচ্ছে। প্রবল বেগে বইছে নদী।
এনআরএসসি-এর রিপোর্ট অনুযায়ী, ব্যাপক বৃষ্টিপাতের কারণেই ১,৫৫০ মিটার উচ্চতায় ভূমিধ্বস নামে। গত কয়েকদিন ধরেই চুরমালা শহর এবং আশপাশে প্রবল বৃষ্টি হচ্ছে। প্রবল বেগে বইছে নদী।
ফলে ভূমিধস আরও তীব্র হয়। ভূমিধ্বসের ক্ষেত্রফল ৮৬ হাজার বর্গমিটার। স্যাটেলাইটে ভূমিধ্বসের আগের এবং পরের ছবি উঠে এসেছে। দেখা যাচ্ছে, ধ্বসের কারণে নদীর গতিপথ আরও চওড়া হয়ে গিয়েছে। ফলে নদী তীরবর্তী বাড়ি এবং অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
ফলে ভূমিধস আরও তীব্র হয়। ভূমিধ্বসের ক্ষেত্রফল ৮৬ হাজার বর্গমিটার। স্যাটেলাইটে ভূমিধ্বসের আগের এবং পরের ছবি উঠে এসেছে। দেখা যাচ্ছে, ধ্বসের কারণে নদীর গতিপথ আরও চওড়া হয়ে গিয়েছে। ফলে নদী তীরবর্তী বাড়ি এবং অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
স্যাটেলাইটের মাধ্যমে ভূমিধ্বসের ৩ডি ছবি তৈরি করেছে ইসরো। তাতে দেখা যাচ্ছে, পাহাড়ের ঢালের একটা বড় অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। স্যাটেলাইট ডেটায় উঠে এসেছে, একই জায়গায় এর আগেও ভূমিধ্বস হয়েছিল। ফলে মাটির আর এই ধরণের দুর্যোগ মোকাবিলার ক্ষমতা ছিল না। ওয়ানাডের বেশ কয়েকটি জায়গায় উদ্ধারকাজ চালাচ্ছে সেনা।
স্যাটেলাইটের মাধ্যমে ভূমিধ্বসের ৩ডি ছবি তৈরি করেছে ইসরো। তাতে দেখা যাচ্ছে, পাহাড়ের ঢালের একটা বড় অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। স্যাটেলাইট ডেটায় উঠে এসেছে, একই জায়গায় এর আগেও ভূমিধ্বস হয়েছিল। ফলে মাটির আর এই ধরণের দুর্যোগ মোকাবিলার ক্ষমতা ছিল না। ওয়ানাডের বেশ কয়েকটি জায়গায় উদ্ধারকাজ চালাচ্ছে সেনা।
মন্ত্রী কে রাজন সাংবাদিকদের বলেন, “খুব গুরুত্বপূর্ণ দিন। সেনা ও এনডিআরএফের ১৬০০ জনের বেশি উদ্ধারকাজে যুক্ত রয়েছেন। অনেক সমাজকর্মীও যোগ দিয়েছেন। মুখ্যমন্ত্রী সকাল সাড়ে ৯টা নাগাদ কালপেট্টা পৌঁছেছেন। সকাল সাড়ে দশটা নাগাদ সরকারি আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। তারপর ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে তাঁর।’’
মন্ত্রী কে রাজন সাংবাদিকদের বলেন, “খুব গুরুত্বপূর্ণ দিন। সেনা ও এনডিআরএফের ১৬০০ জনের বেশি উদ্ধারকাজে যুক্ত রয়েছেন। অনেক সমাজকর্মীও যোগ দিয়েছেন। মুখ্যমন্ত্রী সকাল সাড়ে ৯টা নাগাদ কালপেট্টা পৌঁছেছেন। সকাল সাড়ে দশটা নাগাদ সরকারি আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। তারপর ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে তাঁর।’’
সঙ্গে তিনি জানিয়েছেন, চুরমালা ও মেপ্পাদিতে বাস্তুচ্যুত ৫৭৮টি পরিবারের ২,৩২৮ জনকে নিয়ে যাওয়া হয়েছে ৯টি ত্রাণশিবিরে। এখনও পর্যন্ত ৯১টি ত্রাণশিবিরে মোট ৯,৩২৮ জনকে আশ্রয় দেওয়া হয়েছে।
সঙ্গে তিনি জানিয়েছেন, চুরমালা ও মেপ্পাদিতে বাস্তুচ্যুত ৫৭৮টি পরিবারের ২,৩২৮ জনকে নিয়ে যাওয়া হয়েছে ৯টি ত্রাণশিবিরে। এখনও পর্যন্ত ৯১টি ত্রাণশিবিরে মোট ৯,৩২৮ জনকে আশ্রয় দেওয়া হয়েছে।