শূন্য বাংলাদেশ।

Olympics 2024: ১১টা অলিম্পিক্সে অংশ নিয়েও কোনও পদক নেই বাংলাদেশের, বাকি আর দুটো ইভেন্ট

প্যারিস: স্বাধীনতার পরে মোট ১১টা অলিম্পিক্সে অংশ নিয়েছে বাংলাদেশ। এখনও কোনও অলিম্পিক্সেই কোনও পদক জিততে পারেনি বাংলাদেশ। এই অলিম্পিক্সে ৫ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন দুইজন ছাড়া সব প্রতিযোগীরই ইভেন্ট শেষ হয়ে গিয়েছে।

এর মধ্যে পুরুষদের তিরন্দাজিতে প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে সাগর ইসলামকে। পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে পাঁচ নম্বরে থেমেছেন সামিউল ইসলাম রফি। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে অংশ নিয়েছিলেন বাংলাদেশের প্রতিযোগী মহম্মদ রবিউল ইসলাম, তিনি প্রথম পর্বে শেষ করেছেন ৪৩ নম্বরে, ফলে ফাইনালে উঠতে পারেননি।

আরও পড়ুুন: এক কামড়েই ‘ছবি’! বিশ্বের সবচেয়ে বিষাক্ত গাছ, বিষক্রিয়ায় হার মানবে অনেক সাপও

শনিবার লড়াইে মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইলে নামবেন সনিয়া খাতুন। সনিয়া বাংলাদেশের একমাত্র মহিলা অ্যাথলিট। সেই সঙ্গে পুরুষদের ১০০ মিটার দৌড়ে অংশ নেবেন ইমরানুর রহমান। এই দুই জনই শেষ ভরসা বাংলাদেশের। ৪ আগস্ট ১০০ মিটার স্প্রিন্টের বাছাইপর্ব শুরু, সেখানে অংশ নেবেন ইমরানুর।

ইমরানুর আগেও অংশ নিয়েছিলেন অলিম্পিক্সে। এবার কী করবেন সেটাই দেখার। স্বাধীনতার এত দিন পরেও অলিম্পিক্সে পুরস্কার পেল না বাংলাদেশ। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে থাকবে ক্রিকেটও। অলিম্পিক্সের ক্রিকেটে বাংলাদেশ অংশ নিতে পারলে পুরস্কার জেতার সুযোগ থাকবে বাংলাদেশের কাছে।