Savings Scheme: আর কয়েক মাস, তারপরেই কি বন্ধ হয়ে যাবে মহিলাদের এই বিশেষ সেভিংস স্কিম ?

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটের মেয়াদ আর বাড়াবে না কেন্দ্রীয় সরকার। এমনই ইঙ্গিত দিয়েছেন এক উর্ধতন সরকারি আধিকারিক। মানিকন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, ওই সরকারি কর্তা জানিয়েছেন, শুধুমাত্র মহিলাদের জন্য আনা এই বিশেষ প্রকল্পটি আর চালিয়ে যেতে চাইছে না সরকার। ২০২৫ সালের মার্চ পর্যন্তই এই প্রকল্পে বিনিয়োগ করা যাবে।
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটের মেয়াদ আর বাড়াবে না কেন্দ্রীয় সরকার। এমনই ইঙ্গিত দিয়েছেন এক উর্ধতন সরকারি আধিকারিক। মানিকন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, ওই সরকারি কর্তা জানিয়েছেন, শুধুমাত্র মহিলাদের জন্য আনা এই বিশেষ প্রকল্পটি আর চালিয়ে যেতে চাইছে না সরকার। ২০২৫ সালের মার্চ পর্যন্তই এই প্রকল্পে বিনিয়োগ করা যাবে।
২০২৩ সালের এপ্রিল মাসে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম চালু করেছিল কেন্দ্রীয় সরকার। বর্তমানে এই স্কিমে ৭.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। ভারতীয় মহিলাদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস বাড়াতেই ২০২৩ সালের বাজেটে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
২০২৩ সালের এপ্রিল মাসে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম চালু করেছিল কেন্দ্রীয় সরকার। বর্তমানে এই স্কিমে ৭.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। ভারতীয় মহিলাদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস বাড়াতেই ২০২৩ সালের বাজেটে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
দেশের ক্ষুদ্র সঞ্চয় স্কিমগুলির মধ্যে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগ হয়েছে সবচেয়ে বেশি। তাই ২০২৩-২৪ সালের বাজেটে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ ১৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩০ লাখ করে দেওয়া হয়।
দেশের ক্ষুদ্র সঞ্চয় স্কিমগুলির মধ্যে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগ হয়েছে সবচেয়ে বেশি। তাই ২০২৩-২৪ সালের বাজেটে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ ১৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩০ লাখ করে দেওয়া হয়।
মহিলা সম্মান সেভিংস স্কিমে সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ ২ লাখ টাকা। এতে বিনিয়োগ করলে আয়করের ধারা ৮০সি-এর আওতায় করছাড় পাওয়া যায়। বিশেষ বিষয় হল, দশ বছর বা তার কম বয়সী মেয়েরাও এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন।
মহিলা সম্মান সেভিংস স্কিমে সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ ২ লাখ টাকা। এতে বিনিয়োগ করলে আয়করের ধারা ৮০সি-এর আওতায় করছাড় পাওয়া যায়। বিশেষ বিষয় হল, দশ বছর বা তার কম বয়সী মেয়েরাও এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন।
সেরা স্মল সেভিংস স্কিম: ওই সরকারি আধিকারিক জানিয়েছেন, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা ইত্যাদি সবচেয়ে জনপ্রিয়। বিনিয়োগও বৃদ্ধি পেয়েছে। কিন্তু বর্তমানে এই স্কিম গুলির মধ্যে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমের মেয়াদ আর বাড়াতে চাইছে না সরকার।
সেরা স্মল সেভিংস স্কিম: ওই সরকারি আধিকারিক জানিয়েছেন, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা ইত্যাদি সবচেয়ে জনপ্রিয়। বিনিয়োগও বৃদ্ধি পেয়েছে। কিন্তু বর্তমানে এই স্কিম গুলির মধ্যে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমের মেয়াদ আর বাড়াতে চাইছে না সরকার।
মানিকন্ট্রোল-কে দেওয়া সাক্ষাৎকারে ওই সরকারি আধিকারিক বলেছেন, “প্রথমত, ২০২৪ অর্থবর্ষে এনএসএসএফ সংগ্রহে ২০ হাজার কোটি টাকার ঘাটতি ছিল। দ্বিতীয়ত, সিনিয়র সিটিজেন স্কিমে বিনিয়োগ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তবে চলতি অর্থবর্ষে বিনিয়োগ আর বাড়বে বলে মনে হচ্ছে না।’’
মানিকন্ট্রোল-কে দেওয়া সাক্ষাৎকারে ওই সরকারি আধিকারিক বলেছেন, “প্রথমত, ২০২৪ অর্থবর্ষে এনএসএসএফ সংগ্রহে ২০ হাজার কোটি টাকার ঘাটতি ছিল। দ্বিতীয়ত, সিনিয়র সিটিজেন স্কিমে বিনিয়োগ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তবে চলতি অর্থবর্ষে বিনিয়োগ আর বাড়বে বলে মনে হচ্ছে না।’’
প্রসঙ্গত, গত ২৩ জুলাই বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেখানে দেখা গিয়েছে, ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য এনএসএসএফ সংগ্রহ দাঁড়িয়েছে ৪.২০ লক্ষ কোটি টাকা। যা অন্তর্বর্তী বাজেটের ৪.৬৭ লক্ষ কোটি টাকার থেকে কম।
প্রসঙ্গত, গত ২৩ জুলাই বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেখানে দেখা গিয়েছে, ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য এনএসএসএফ সংগ্রহ দাঁড়িয়েছে ৪.২০ লক্ষ কোটি টাকা। যা অন্তর্বর্তী বাজেটের ৪.৬৭ লক্ষ কোটি টাকার থেকে কম।