'বেসুরো' বিজেপি বিধায়ক

BJP: বাড়ল পদ্মের অস্বস্তি! বাংলা ভাগ নিয়ে ফের বেসুরো বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা

কলকাতা: ফের ‘বেসুরো’ বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। বাংলা ভাগ নিয়ে দলকেই কটাক্ষ বিজেপি বিধায়কের। তাঁর কথায়, “বিজেপি দ্বৈত ভূমিকা পালন করছে। বিজেপির কেন্দ্রীয় নেতারা উত্তরবঙ্গে এসে বারবার রাজ্য ভাগের আশ্বাস দেয় অন্যদিকে রাজ্য বিজেপির নেতারা বিধানসভায় বলতে দেয় না। বাংলা ভাগ নিয়ে বিজেপির এই ডবল স্ট্যান্ড আজ এক্সপোজ হয়ে গিয়েছে।’

বিজেপিকে তোপ দেগে ফের পদ্মের অস্বস্তি বাড়ালেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তাঁর চরম তোপ, “তৃণমূল বঙ্গভঙ্গ চাইছে না বিজেপিও বঙ্গভঙ্গ চাইছে না। যাঁরা চাইছে তাঁদের বলতে দেওয়া হচ্ছে না, বিধানসভার অধিবেশনে নাটক হচ্ছে।’ পাহাড়ের মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি।” এরপরেই সোমবার বিধানসভার অধিবেশন কক্ষ থেকে একা ওয়াক আউট করেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ।

প্রসঙ্গত, বঙ্গভঙ্গ ইস্যুতে আজ বিধানসভায় আলোচনা ছিল। কখনও পৃথক কোচবিহার, উত্তরবঙ্গ ভাগ, কখনও মুর্শিদাবাদ-মালদহকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করার দাবি। বাংলা বিভাজন নিয়ে রীতিমতো শোরগোল তুলেছেন বিজেপি বিধায়করা। গত সোমবার বিধানসভায় এনিয়ে দীর্ঘ বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর আজ বাংলা ভাগের বিরোধিতা করে নিন্দা প্রস্তাব এনে আলোচনা শুরু হয় রাজ্য বিধানসভার অন্দরে।