Money

Money Luck: ৭ অগাস্ট হাতে টাকা আসবে? না খরচ হবে বেশি? জেনে নিন আগেভাগে

কলকাতা: আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

অর্থ উপার্জনের একাধিক সুযোগ মিলবে।
প্রতিকার – অনুগ্রহ করে পিঁপড়েদের ময়দা নিবেদন করুন।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

সতর্ক না থাকলে টাকা আটকে যাবে।
প্রতিকার – অনুগ্রহ করে সন্ধ্যায় অশ্বত্থমূলে দীপ নিবেদন করুন।

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

আর্থিক বিষয়ে প্রতিবন্ধকতা অপসারিত হবে।
প্রতিকার – অনুগ্রহ করে গোমাতাকে সবুজ ঘাস নিবেদন করুন।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

আর্থিক লেনদেনে বিশেষ সতর্কতা কাম্য।
প্রতিকার – অনুগ্রহ করে সূর্যকে জল নিবেদন করুন।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

টাকাপয়সার ব্যাপারে ঝুঁকি নেওয়া চলবে না।
প্রতিকার – অনুগ্রহ করে শিশুকন্যাদের মিষ্টান্ন বিতরণ করুন।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

বিনিয়োগের পক্ষে দিন শুভ- আর্থিক লাভ হবে।
প্রতিকার – অনুগ্রহ করে হনুমান মন্দিরে ধ্বজা নিবেদন করুন।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

আর্থিক বিষয়ে মনোস্কামনা পূরণ হতে চলেছে।
প্রতিকার – অনুগ্রহ করে দরিদ্রকে খাদ্য দান করুন।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

হাতে আচমকাই কিছু টাকা আসতে পারে।
প্রতিকার – অনুগ্রহ করে খাদ্যতালিকায় গোলমরিচ অন্তর্ভুক্ত করুন।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

কঠোর শ্রমে আর্থিক উন্নতি ধরা দেবে।
প্রতিকার – অনুগ্রহ করে মাছেদের খাদ্য নিবেদন করুন।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

আর্থিক ঋণ থেকে এবার মুক্তি মিলবে।
প্রতিকার – অনুগ্রহ করে হনুমানজির আরাধনা করুন।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

অতিরিক্ত উদ্যম আর্থিক বিপদ ডেকে আনবে।
প্রতিকার – অনুগ্রহ করে রামরক্ষা স্তোত্র পাঠ করুন।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

আর্থিক উন্নতির লক্ষ্যে সমালোচনা অগ্রাহ্য করাই শ্রেয়।
প্রতিকার – অনুগ্রহ করে কৃষ্ণ মন্দিরে ময়ূরের পালক নিবেদন করুন।