স্টক SIP না কি Mutual Fund এসআইপি? কোথায় বিনিয়োগ আপনার জন্য নিরাপদ জানুন

এসআইপি এখন সবচেয়ে জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম। মিউচুয়াল ফান্ড এবং স্টকে খুব সহজে বিনিয়োগ করা যায়। রিটার্নও ভাল মেলে। কিন্তু মিউচুয়াল ফান্ড এসআইপি এবং স্টক এসআইপির মধ্যে কী পার্থক্য? কোথায় বিনিয়োগ নিরাপদ কিন্তু লাভজনক? এগুলো বোঝা গুরুত্বপূর্ণ।
এসআইপি এখন সবচেয়ে জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম। মিউচুয়াল ফান্ড এবং স্টকে খুব সহজে বিনিয়োগ করা যায়। রিটার্নও ভাল মেলে। কিন্তু মিউচুয়াল ফান্ড এসআইপি এবং স্টক এসআইপির মধ্যে কী পার্থক্য? কোথায় বিনিয়োগ নিরাপদ কিন্তু লাভজনক? এগুলো বোঝা গুরুত্বপূর্ণ।
মিউচুয়াল ফান্ড এসআইপি: একাধিক বিনিয়োগকারীর কাছ থেকে টাকা নিয়ে তা স্টক, বন্ড এবং অন্যান্য সিকিউরিটিজে বিনিয়োগ করা হয়। ফলে পোর্টফোলিওতে বৈচিত্র থাকে। ঝুঁকি তুলনামূলকভাবে কমে যায়। অভিজ্ঞ ফান্ড ম্যানেজাররা বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেন। ফলে ভাল রিটার্নের সম্ভাবনা থাকে।
মিউচুয়াল ফান্ড এসআইপি: একাধিক বিনিয়োগকারীর কাছ থেকে টাকা নিয়ে তা স্টক, বন্ড এবং অন্যান্য সিকিউরিটিজে বিনিয়োগ করা হয়। ফলে পোর্টফোলিওতে বৈচিত্র থাকে। ঝুঁকি তুলনামূলকভাবে কমে যায়। অভিজ্ঞ ফান্ড ম্যানেজাররা বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেন। ফলে ভাল রিটার্নের সম্ভাবনা থাকে।
স্টক এসআইপি: স্টক এসআইপিতে সরাসরি স্টক মার্কেটে বিনিয়োগ করা হয়। মিউচুয়াল ফান্ড এসআইপির মতো স্টক এসআইপিতেও বিনিয়োগকারী নির্দিষ্ট স্টকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারেন।
স্টক এসআইপি: স্টক এসআইপিতে সরাসরি স্টক মার্কেটে বিনিয়োগ করা হয়। মিউচুয়াল ফান্ড এসআইপির মতো স্টক এসআইপিতেও বিনিয়োগকারী নির্দিষ্ট স্টকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারেন।
মিউচুয়াল ফান্ড এসআইপি এবং স্টক এসআইপির মধ্যে পার্থক্য: মিউচুয়াল ফান্ড এসআইপিতে বিনিয়োগকারী স্টক এবং অন্যান্য সিকিউরিটিজে বিনিয়োগ করতে পারেন। স্টক এসআইপির মাধ্যমে শুধুমাত্র স্টকেই বিনিয়োগ করা যায়।
মিউচুয়াল ফান্ড এসআইপি এবং স্টক এসআইপির মধ্যে পার্থক্য: মিউচুয়াল ফান্ড এসআইপিতে বিনিয়োগকারী স্টক এবং অন্যান্য সিকিউরিটিজে বিনিয়োগ করতে পারেন। স্টক এসআইপির মাধ্যমে শুধুমাত্র স্টকেই বিনিয়োগ করা যায়।
মিউচুয়াল ফান্ড এসআইপিতে ফান্ড পরিচালনা করেন অভিজ্ঞ ফান্ড ম্যানেজাররা। বাজার সম্পর্কে এঁরা ওয়াকিবহাল। জানেন কোথায় বিনিয়োগ করলে টাকা নিরাপদে থাকবে, কিন্তু লাভ মিলবে সবচেয়ে বেশি। অন্য দিকে, স্টক এসআইপিতে এই সব কাজ বিনিয়োগকারীকেই করতে হয়।
মিউচুয়াল ফান্ড এসআইপিতে ফান্ড পরিচালনা করেন অভিজ্ঞ ফান্ড ম্যানেজাররা। বাজার সম্পর্কে এঁরা ওয়াকিবহাল। জানেন কোথায় বিনিয়োগ করলে টাকা নিরাপদে থাকবে, কিন্তু লাভ মিলবে সবচেয়ে বেশি। অন্য দিকে, স্টক এসআইপিতে এই সব কাজ বিনিয়োগকারীকেই করতে হয়।
মিউচুয়াল ফান্ড এসআইপিতে যেহেতু বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা হয়, তাই ঝুঁকি কম। স্টক এসআইপিতে শুধুমাত্র স্টকে বিনিয়োগ করার কারণে ঝুঁকি বেশি।
মিউচুয়াল ফান্ড এসআইপিতে যেহেতু বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা হয়, তাই ঝুঁকি কম। স্টক এসআইপিতে শুধুমাত্র স্টকে বিনিয়োগ করার কারণে ঝুঁকি বেশি।
স্টক এসআইপিতে পোর্টফোলিওর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে বিনিয়োগকারীর হাতে। সঠিক ফান্ড বেছে নিতে পারলে মিউচুয়াল ফান্ডের থেকে বেশি রিটার্ন পাওয়া সম্ভব।
স্টক এসআইপিতে পোর্টফোলিওর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে বিনিয়োগকারীর হাতে। সঠিক ফান্ড বেছে নিতে পারলে মিউচুয়াল ফান্ডের থেকে বেশি রিটার্ন পাওয়া সম্ভব।
মিউচুয়াল ফান্ড এসআইপি না কি স্টক এসআইপি? কোথায় বিনিয়োগ করা উচিত: রবি রাজন অ্যান্ড কোম্পানি এলএলপি-র ম্যানেজিং পার্টনার এবং প্রাক্তন বিএসই চেয়ারম্যান এস রবি বলছেন, “স্টক এসআইপিতে ঝুঁকি বেশি। এখানে বিনিয়োগ করতে হলে বাজার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান থাকা জরুরী। বিনিয়োগকারী কতটা ঝুঁকি নিতে পারবেন তার উপরেই গোটা বিষয়টা নির্ভর করছে। যাঁরা পেশাদার ব্যবস্থাপনায় বৈচিত্রপূর্ণ পোর্টফোলিও খুঁজছেন, তাঁদের জন্য মিউচুয়াল ফান্ড এসআইপিই ভাল।’’
মিউচুয়াল ফান্ড এসআইপি না কি স্টক এসআইপি? কোথায় বিনিয়োগ করা উচিত: রবি রাজন অ্যান্ড কোম্পানি এলএলপি-র ম্যানেজিং পার্টনার এবং প্রাক্তন বিএসই চেয়ারম্যান এস রবি বলছেন, “স্টক এসআইপিতে ঝুঁকি বেশি। এখানে বিনিয়োগ করতে হলে বাজার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান থাকা জরুরী। বিনিয়োগকারী কতটা ঝুঁকি নিতে পারবেন তার উপরেই গোটা বিষয়টা নির্ভর করছে। যাঁরা পেশাদার ব্যবস্থাপনায় বৈচিত্রপূর্ণ পোর্টফোলিও খুঁজছেন, তাঁদের জন্য মিউচুয়াল ফান্ড এসআইপিই ভাল।’’