মানবদেহে ঔষধির মত কাজ করে কামরাঙা

Blood Sugar Control: তারার মতো দেখতে, পুষ্টিগুণে ঠাসা… বাড়ির টবে জন্মানো এই ফল বশে আনে ব্লাডসুগার, উচ্চ রক্তচাপের যম

পুষ্টিগুণে ঠাসা কামরাঙা শরীরে ক্ষতিকর কোলেস্টরলের মাত্রা কমায়। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও এতে কিছু পরিমাণে পটাশিয়াম ও সোডিয়াম থাকে যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।
পুষ্টিগুণে ঠাসা কামরাঙা শরীরে ক্ষতিকর কোলেস্টরলের মাত্রা কমায়। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও এতে কিছু পরিমাণে পটাশিয়াম ও সোডিয়াম থাকে যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।
সুস্মিতা গোস্বামী
কামরাঙাতে আছে জীবাণুনাশক ক্ষমতা, যা ত্বকের নানা রকমের জটিলতা যেমন ব্রণ, ফুসকুড়ি ইত্যাদি কমাতে সাহায্য করে। ত্বক ভাল রাখে।
কামরাঙাতে আছে জীবাণুনাশক ক্ষমতা, যা ত্বকের নানা রকমের জটিলতা যেমন ব্রণ, ফুসকুড়ি ইত্যাদি কমাতে সাহায্য করে। ত্বক ভাল রাখে।
সুস্মিতা গোস্বামী
কামরাঙাতে ভিটামিন সি থাকায় এটি স্কার্ভি রোগ প্রতিরোধে সাহায্য করে। তাছাড়া এটি দাঁত, মাড়ি ও হাড় সুস্থ রাখতেও বেশ উপকারী।
কামরাঙাতে ভিটামিন সি থাকায় এটি স্কার্ভি রোগ প্রতিরোধে সাহায্য করে। তাছাড়া এটি দাঁত, মাড়ি ও হাড় সুস্থ রাখতেও বেশ উপকারী।
সুস্মিতা গোস্বামী
কামরাঙার পাতা, কচি ফল সবকিছুই ওষধির কাজ করে। কামরাঙার পাতা ও কচি ফলের রসে রয়েছে ট্যানিন, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
কামরাঙার পাতা, কচি ফল সবকিছুই ওষধির কাজ করে। কামরাঙার পাতা ও কচি ফলের রসে রয়েছে ট্যানিন, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
সুস্মিতা গোস্বামী
এই ফলে রয়েছে এলাজিক অ্যাসিড, যা খাদ্যনালির ক্যানসার প্রতিরোধ করে। যাঁদের ডায়াবেটিস রোগ আছে তাঁরা নিয়মিত কামরাঙা খেলে যথেষ্ট উপকার পাবেন। সুস্মিতা গোস্বামী
এই ফলে রয়েছে এলাজিক অ্যাসিড, যা খাদ্যনালির ক্যানসার প্রতিরোধ করে। যাঁদের ডায়াবেটিস রোগ আছে তাঁরা নিয়মিত কামরাঙা খেলে যথেষ্ট উপকার পাবেন।
সুস্মিতা গোস্বামী