তদন্তের জাল গোটাতে মরিয়া কলকাতা পুলিশ৷

R G Kar doctor murder update: চার চিকিৎসককে লালবাজারে তলব, চলছে জিজ্ঞাসাবাদ! ঘুরবে আর জি কর তদন্তের মোড়?

কলকাতা: আর জি কর কাণ্ডের তদন্তের কিনারা করার জন্য কলকাতা পুলিশকে আগামী রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তা না হলে তদন্তভার সিবিআই-এর হাতে দিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

এই পরিস্থিতিতে আর জি কর মামলার তদন্তে যথেষ্টই চাপে কলকাতা পুলিশ৷ আজই লালবাজারে আর জি কর হাসপাতালের চার জন চিকিৎসককে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা৷ এদের মধ্যে তিন জন জুনিয়র চিকিৎসক এবং একজন হাসপাতালের হাউস স্টাফ৷ গত বৃহস্পতিবার রাতে হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগে এই চার জনের সঙ্গেই ডিউটিতে ছিলেন নিহত মহিলা চিকিৎসক৷ একসঙ্গে রাতের খাবারও খেয়েছিলেন তাঁরা৷ ওই চার জনের বয়ান জানতে এবং তাঁদের ভূমিকা খতিয়ে দেখতেই এ দিন তাঁদের লালবাজারে তলব করা হয়েছে বলে সূত্রের খবর৷

আরও পড়ুন: আর জি কর কাণ্ডে ধৃত ‘বড়মাপের অপরাধী, সর্বোচ্চ শাস্তির চেষ্টা!’ দাবি নগরপালের, খুনের উদ্দেশ্য জানার চেষ্টায় পুলিশ

এ দিন সোদপুরে নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে গিয়ে তাঁর বাবা-মা সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী৷ এর পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি৷ আর জি কর কাণ্ডে বার বারই একাধিক ব্যক্তির জড়িত থাকার অভিযোগ উঠছে৷ এ দিন মুখ্যমন্ত্রীও বলেন, ‘ওঁর (নিহত চিকিৎসক) বাবা মা বলেছেন ভিতরের কেউ জড়িত আছে৷ যদি তাই হয় ওঁর বন্ধুবান্ধব সহ যাদের উপরেই সন্দেহ হচ্ছে তাঁদের ডেকে কথা বলা হবে৷ যিনি বাড়িতে প্রথম খবর দিয়েছিলেন, তাকেও ডেকে কথা বলতে বলেছি৷ আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত শেষ করুক৷ তার পরেও যদি রবিবার পর্যন্ত যদি তাঁরা কুলকিনারা করতে না পারেন, তাহলে এই কেসটা আমরা সিবিআইকে দিয়ে দেব৷ কারণ ভিতরেরও তো অনেকে আছে৷’

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই নগরপাল বিনীত গোয়েল জানান, তদন্তে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে৷ আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন নগরপাল৷ তিনি আরও জানান, পুলিশকে তদন্তে সাহায্য করতে যে কেউ সশরীরে হাজির অথবা হেল্পলাইন মারফৎ তথ্য দিয়ে সাহায্য করতে পারেন৷