সিজিও কমপ্লেক্সে চিকিত্‍সক তরুণীর দুই বন্ধু! এলেন ইমার্জেন্সি মেডিক‍্যাল অফিসার, আরজি করে এখন কী পরিস্থিতি?

RG Kar Murder: সিজিও কমপ্লেক্সে চিকিত্‍সক তরুণীর দুই বন্ধু! এলেন ইমার্জেন্সি মেডিকেল অফিসার, আরজি করে এখন কী পরিস্থিতি?

কলকাতা: সিজিও কমপ্লেক্সে এলেন ইমার্জেন্সি মেডিকেল অফিসার। শনিবার সিজিওতে গিয়েছিলেন মৃতা চিকিত্‍সক তরুণীর দুই বন্ধু। এই দুই বন্ধু নির্যাতিতার সঙ্গীরও বন্ধু। জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হল নির্যাতিতা ও তাঁর সঙ্গীর দুই ‘কমন ফ্রেন্ড’ বা বন্ধুকে।

প্রসঙ্গত, বেশ কিছু প্রমাণ, জামা কাপড়-সহ আরও কিছু জিনিসপত্র সিএফএসএল (সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল‍্যাবরেটরি)-এ নিয়ে যাওয়া যাওয়ার জন্য বেরোলো ফরেন্সিক দল। শনিবার সকালেই সিজিও কমপ্লেক্সে পৌঁছেছিলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

আরও পড়ুন: ‘কষ্ট হচ্ছে’! কেমন ছিলেন বনগাঁবাসী সন্দীপ ঘোষ? আরজি করের প্রাক্তন অধ‍্যক্ষকে নিয়ে মুখ খুললেন তাঁর শিক্ষক

শুক্রবার মাঝরাস্তা থেকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তুলে নিয়ে গিয়েছিল সিবিআই। সিজিও কমপ্লেক্সে এরপর শুরু হয় সন্দীপের জেরা। গভীর রাত পর্যন্ত চলে জেরা। তাঁর বিশেষ অনুরোধ এর কিছু ক্ষণের জন্য বাড়িতে ছাড়া হয়। শুক্রবার সকালে ফের একবার সিজিও কমপ্লেক্সে আসেন সন্দীপ। ওয়ার্ড বয়, নার্সিং স্টাফ, বেসরকারি নিরাপত্তারক্ষী-সহ আরও ৯ জনকে তলব করা হয়েছে।