আরজি কর হাসপাতাল চত্বরে মিটিং, মিছিলে নিষেধাজ্ঞা পুলিশের৷

Kolkata police bans protest rallies near RG Kar hospital: শ্যামবাজার পাঁচ মাথার মোড় সহ আরজি কর চত্বরে নিষিদ্ধ মিটিং, মিছিল! নির্দেশিকা জারি পুলিশের

কলকাতা: তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে প্রায় প্রতিদিনই শ্যামবাজার সহ আরজি কর হাসপাতাল চত্বরে চলছে মিটিং, মিছিল এবং জমায়েত সংগঠিত করা হচ্ছিল৷ চিকিৎসক হত্যার এই প্রতিবাদের ঝড়ের মধ্যেই আরজি কর হাসপাতাল চত্বর এবং শ্যামবাজার এলাকায় মিটিং, মিছল, জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ৷ শনিবার রাতেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে লালবাজার৷ আজ ১৮ অগাস্ট থেকে আগামী ২৪ অগাস্ট পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে৷

নির্দেশিকায় জানানো হয়েছে, শ্যামবাজার পাঁচ মাথার মোড় সহ আরজি কর হাসপাতাল চত্বর এবং হাসপাতাল সংলগ্ন শ্যামবাজার, বেলগাছিয়া  এলাকার বিভিন্ন রাস্তায়  আগামী ২৪ তারিখ পর্যন্ত জনের বেশি জমায়েত করতে পারবেন না৷ শান্তি বিঘ্নিত হওয়ার যুক্তি দিয়েই এই নির্দেশিকা জারি করা হয়েছে৷

ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ নম্বর ধারা অনুযায়ী এই নির্দেশিকা জারি করা হয়েছে৷ এতদিন মিটিং, মিছিল জমায়েত বন্ধ করতে ১৪৪ ধারা বলবৎ করা হত৷ কিন্তু ভারতীয় দণ্ডবিধি অবলুপ্ত হওয়ায় ভারতীয় ন্যায় সংহিতার নতুন ধারা অনুযায়ী এই নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ৷

আরও পড়ুন: আরজি কর ভাঙচুর কাণ্ডে তলব মীনাক্ষী সহ ৭ জনকে! লালবাজারে যাবেন? জবাব দিলেন ডিওয়াএফআই নেত্রী

যদিও বিরোধীদের অভিযোগ, আরজি কর কাণ্ডে তৈরি হওয়া জনরোষ এবং প্রতিবাদকে দমন করতেই এই নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ৷ পুলিশের নির্দেশিকায় জানানো হয়েছে, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, জে কে মিত্র রোড, বেলগাছিয়া রোড সহ আরজি কর হাসপাতাল সংলগ্ন একাধিক রাস্তায় জমায়েত, মিটিং, মিছিলে আগামী সাত দিন নিষেধাজ্ঞা জারি থাকবে৷

শনিবার রাতেও মিছিল করে আরজি কর হাসপাতালে গিয়ে চিকিৎসককে ধর্ষণ, খুনের প্রতিবাদ করেন শহরের নাট্যব্যক্তিত্বরা৷ শুধু নাট্যকর্মীরা নন, শনিবার রাতে কলকাতা এবং শহরতলির বিভিন্ন জায়গায় আরজি কর কাণ্ডের পথে নামেন সাধারণ মানুষ৷