Jharkhand Assembly Election: বিধানসভা ভোটের আগে বড় বদল ঝাড়খণ্ডে! বিজেপি-তে যোগ দিচ্ছেন চম্পাই সোরেন? আরও ৫ বিধায়ক কোথায়?

নয়াদিল্লি: হেমন্ত সোরেন জেল থেকে ফিরতেই তাঁকে সরে যেতে হয়েছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে৷ ফের প্রতিষ্ঠিত হয়েছিল ‘পরিবারতন্ত্র’! তাই কি এবার গোঁসা করে বিরোধী বিজেপি-তেই নাম লেখাতে চলেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অর্থাৎ, জেএমএম নেতা চম্পাই সোরেন? জোর জল্পনা৷

ঝাড়খণ্ড রাজনীতির অন্দরে জোর চর্চা, বিধানসভা নির্বাচনের আগে রবিবার চম্পাই নিজে আর তাঁর দলের ৫ বিধায়ককে সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে চলেছেন৷ ইতিমধ্যেই নাকি সকাল সকাল বিমানে করে দিল্লি পৌঁছে গিয়েছেন চম্পাই৷ আর বাকি ৫ বিধায়কের সঙ্গে নাকি ফোনে যোগাযোগ করা যাচ্ছে না৷ তাঁরা কোথায়, জানা নেই কারও৷

আরও পড়ুন: আর জি কর নিয়ে বিস্ফোরক পোস্ট সুখেন্দু শেখরের! সমর্থন সুকান্তর…পাল্টা মন্তব্য কুণালের

জমি কেলেঙ্কারির অভিযোগে প্রথমে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা এবং পরে ইডি-র হাতে হেমন্ত সোরেনের গ্রেফতারি হওয়ার পরে জেএমএম-র সর্বোচ্চ নেতার পদে আসীন হয়েছিলেন চম্পাই সোরেন৷ পাঁচ মাস মুখ্যমন্ত্রীর দায়িত্বও পালন করছিলেন যোগ্যতার সঙ্গেই৷

কিন্তু, গত ২৮ জুন হেমন্ত সোরেনের মুক্তির পরেই রাতারাতি কুর্সি ফিরে যায় শিবু সোরেনের ছেলের কাছে৷ একেবারে চুপিসারে কোনও সাড়াশব্দ না করে সরিয়ে ফেলা হয় চম্পাইকে৷

দলের একাংশের দাবি, এই বিষয়টি নিয়েই মনে ক্ষোভ সৃষ্টি হয়েছিল ওই প্রবীণ জেএমএম নেতার৷

গত শনিবার চম্পাই সোরেন কলকাতার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা করেছেন বলে সূত্রের খবর৷

বিক্ষুব্ধ তথা প্রাক্তন জেএমএম বিধয়ক লোবিন হেম্ব্রমের দাবি, বেশ কয়েকদিন ধরেই বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছিলেন চম্পাই৷ শুধু চম্পাই নন, সূত্রের খবর, হেম্ব্রম, ঝাড়খণ্ডের বর্তমান মন্ত্রী বাদল পত্রলেখও দিল্লিতে বিজেপি-তে যোগদান করছেন৷

আরও পড়ুন: ৫ মাসের জেল! অবশেষে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ফিরলেন হেমন্ত সোরেন

যদিও শনিবার এই সমস্ত কিছুকেই গুজব বলে উল্লেখ করেছেন চম্পাই নিজে৷ তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘আমি এই সব গুজব সম্পর্কে কিছু জানি না৷ কী রটছে আমি জানি না৷ তাই সেটা সত্যি না মিথ্যে বলতে পারব না৷ আমি এব্যাপারে কিছু জানি না৷ আমি যেখানে ছিলাম, সেখানেই আছি৷’’