দুই চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে তলব করে কলকাতা পুলিশ৷

Doctors march to Lalbazaar: লালবাজারের পথে চিকিৎসকরা, ব্যারিকেড করে পথ আটকে পুলিশ! কলকাতায় বেনজির দৃশ্য

কলকাতা: দুই চিকিৎসককে পুলিশের তলবের প্রতিবাদে মিছিল করে লালবাজারের উদ্দেশ্যে রওনা দিলেন চিকিৎসকরা৷ পাল্টা চিকিৎসকদের ঠেকাতে রীতিমতো ব্যারিকেড করে রাস্তা আটকাল পুলিশ৷ আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে এমনই বেনজির দৃ্শ্যের সাক্ষী থাকল মহানগর৷

আরজি করে নির্যাতিতা মহিলা চিকিৎসকের পরিচয় ফাঁস এবং গুজব ছড়ানোর অভিযোগে রাজ্যের দুই সিনিয়র চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে এ দিন তলব করে লালবাজার৷ ভারতীয় ন্যায় সংহিতার ৩৫ নম্বর ধারায় তথ্যপ্রযুক্তি আইনে তলব করা হয় দুই চিকিৎসককে৷ এরই প্রতিবাদে সরব হন শহরের চিকিৎসকরা৷

আরও পড়ুন: হাইকোর্টের দ্বারস্থ হলেন সুখেন্দুশেখর! পুলিশের তৎপরতায় গ্রেফতারির আশঙ্কায় তৃণমূল সাংসদ

এ দিন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে জড়ো হন চিকিৎসকরা৷ সেখানে প্রতিবাদ কর্মসূচির পর পুলিশের নোটিস পাওয়া দুই চিকিৎসককে সঙ্গে নিয়ে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন বাকি চিকিৎসকরা৷ তলব পাওয়া চিকিৎসকদের মধ্যে অন্যতম সুবর্ণ গোস্বামী বলেন, ‘সবাই জানেন এ রাজ্যে যে ঘৃন্য অপরাধ ঘটেছে, সেই অন্যায়কে ধামাচাপা, দোষীদের আড়াল করার চেষ্টা চলছে৷ তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ৷ আমরা চাইলে এর বিরুদ্ধে আদালতে যেতে পারতাম৷ কিন্তু আমরা মুখোমুখি লড়াই করতে চেয়েছিলাম৷ সবশেষে বলি, চোখ যত রাঙাবে, মিছিল তত বাড়বে৷’

চিকিৎসক কুণাল সরকার বলেন, ‘জীবনে কত পরীক্ষা দিয়েছি, আজকে পুলিশ আমাদের প্রশ্ন করতে চায়৷ আজকে পুলিশ আমার বিবেক, বুদ্ধি, সমাজ নিয়ে প্রশ্নের উত্তর চায়, সব প্রশ্নের উত্তর দেব৷’

ফিয়ার্স লেনে পৌঁছতেই চিকিৎসকদের মিছিল আটকায় পুলিশ৷ সেখান থেকেই দুই চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে নিয়ে লালবাজারের দিকে নিয়ে যায় পুলিশ৷ দুই চিকিৎসকের সঙ্গে তাঁদের আইনজীবীরাও ছিলেন৷

তবে চিকিৎসকদের এই মিছিল নিয়েও এ দিন চূড়ান্ত সতর্কতা অবলম্বন করেছে কলকাতা পুলিশ৷ লালবাজার যাওয়ার পথে ফিয়ার্স লেনেই চিকিৎসকদের মিছিল আটকাতে রীতিমতো ব্যারিকে়ড তৈরি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে৷ বিকেল তিনটের সময় দুই চিকিৎসককে লালবাজারে তলব করা হয়েছিল৷

চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি দুই চিকিৎসককে লালবাজারে যেতে বাধা দেওয়া হয়, তাহলে তাঁরা সর্বভারতীয় স্তরে আরও বড় আন্দোলনে নামবেন৷