এক ঘণ্টার মধ্যে দুই চিকিৎসকের জিজ্ঞাসাবাদ শেষ

Doctors march to Lalbazaar: এক ঘণ্টার মধ্যে দুই চিকিৎসকের জিজ্ঞাসাবাদ শেষ, লালবাজার থেকে বেরোলেন কুণাল-সুবর্ণ

কলকাতাঃ দুই চিকিৎসককে পুলিশের তলবের প্রতিবাদে মিছিল করে লালবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন চিকিৎসকরা। আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে এমনই বেনজির দৃ্শ্যের সাক্ষী থাকল মহানগর। দুপুর তিনটের সময় তাঁরা ঢোকেন লালবাজারে। প্রায় এক ঘণ্টা পর তাঁরা বের হন।

আরজি করে নির্যাতিতা মহিলা চিকিৎসকের পরিচয় ফাঁস এবং গুজব ছড়ানোর অভিযোগে রাজ্যের দুই সিনিয়র চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে এ দিন তলব করে লালবাজার৷ ভারতীয় ন্যায় সংহিতার ৩৫ নম্বর ধারায় তথ্যপ্রযুক্তি আইনে তলব করা হয় দুই চিকিৎসককে৷ এরই প্রতিবাদে সরব হন শহরের চিকিৎসকরা। লালবাজার থেকে বরিয়ে কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী বলেন, ‘সমন দিয়ে ডাক্তারদের ডেকে পাঠানো চলবে না…।’

আরও পড়ুনঃ লালবাজারের পথে চিকিৎসকরা, ব্যারিকেড করে পথ আটকে পুলিশ! কলকাতায় বেনজির দৃশ্য

এ দিন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে জড়ো হন চিকিৎসকরা৷ সেখানে প্রতিবাদ কর্মসূচির পর পুলিশের নোটিস পাওয়া দুই চিকিৎসককে সঙ্গে নিয়ে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন বাকি চিকিৎসকরা৷ তলব পাওয়া চিকিৎসকদের মধ্যে অন্যতম সুবর্ণ গোস্বামী বলেন, ‘সবাই জানেন এ রাজ্যে যে ঘৃন্য অপরাধ ঘটেছে, সেই অন্যায়কে ধামাচাপা, দোষীদের আড়াল করার চেষ্টা চলছে৷ তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ৷ আমরা চাইলে এর বিরুদ্ধে আদালতে যেতে পারতাম৷ কিন্তু আমরা মুখোমুখি লড়াই করতে চেয়েছিলাম৷ সবশেষে বলি, চোখ যত রাঙাবে, মিছিল তত বাড়বে৷’ চিকিৎসক কুণাল সরকার বলেন, ‘জীবনে কত পরীক্ষা দিয়েছি, আজকে পুলিশ আমাদের প্রশ্ন করতে চায়৷ আজকে পুলিশ আমার বিবেক, বুদ্ধি, সমাজ নিয়ে প্রশ্নের উত্তর চায়, সব প্রশ্নের উত্তর দেব৷’