Pisonia Tree

Knowledge Story: গাছে-গাছে মরা পাখির স্তূপ, এই গাছে বসলেই মৃত্যু হয় পাখিদের,অভিশপ্ত গাছটির নাম জানেন? পড়ুন

নানা রহস্যে ভরা এই পৃথিবী। প্রতিটি বাঁকে, প্রতিটি পরতে একের পর এক চমক। জীবজগতে কত না কত বৈচিত্র্য। কত কোটি খানেক পশু- প্রাণী-পাখি, কত কোটি খানেক গাছের প্রজাতি। এদের প্রত্যেকের আলাদা-আলাদা বৈশিষ্ট্য। সবাই জানি পাখির আশ্রয় গাছ। গাছে পাখিরা থাকে, বাসা বাঁধে। কিন্তু এমন একটি গাছ আছে, যে গাছে বসলেই পাখিরা মারা যায়। বলুন তো কী গাছ?
নানা রহস্যে ভরা এই পৃথিবী। প্রতিটি বাঁকে, প্রতিটি পরতে একের পর এক চমক। জীবজগতে কত না কত বৈচিত্র্য। কত কোটি খানেক পশু- প্রাণী-পাখি, কত কোটি খানেক গাছের প্রজাতি। এদের প্রত্যেকের আলাদা-আলাদা বৈশিষ্ট্য।
সবাই জানি পাখির আশ্রয় গাছ। গাছে পাখিরা থাকে, বাসা বাঁধে। কিন্তু এমন একটি গাছ আছে, যে গাছে বসলেই পাখিরা মারা যায়। বলুন তো কী গাছ?
গাছটির নাম পিসোনিয়া। এই গাছটি 'বার্ডক্যাচার' নামেও পরিচিত। সাধারণত, প্রায় সব গাছ থেকেই আশপাশের বাতাসে ছড়িয়ে পড়ে সুগন্ধী কিছু যৌগ যা আকর্ষণ করে পোকা-মাকড়দের। গাছের মধু আকৃষ্ট করে পাখিদের। পিসোনিয়া গাছের-ও এই বৈশিষ্ট্য আছে।

গাছটির নাম পিসোনিয়া। এই গাছটি ‘বার্ডক্যাচার’ নামেও পরিচিত। সাধারণত, প্রায় সব গাছ থেকেই আশপাশের বাতাসে ছড়িয়ে পড়ে সুগন্ধী কিছু যৌগ যা আকর্ষণ করে পোকা-মাকড়দের। গাছের মধু আকৃষ্ট করে পাখিদের। পিসোনিয়া গাছের-ও এই বৈশিষ্ট্য আছে।
ছোট ছোট পাখিরা ধেয়ে আসে পিসোনিয়া গাছের ডালে বাসা বাঁধতে, আর সেখানেই বড় ভুল করে ফেলে। ঘর বাঁধতে এসে নিজেরাই শিকার হয়ে যায়।

ছোট ছোট পাখিরা ধেয়ে আসে পিসোনিয়া গাছের ডালে বাসা বাঁধতে, আর সেখানেই বড় ভুল করে ফেলে। ঘর বাঁধতে এসে নিজেরাই শিকার হয়ে যায়।
পিসোনিয়া গাছের শাখা-প্রশাখা চাদরের মতো ঢেকে থাকে আঠালো বীজে। পাখিরা যখন এই গাছের ডালে বাসা বাঁধতে আসে, তখন এই আঠালো বীজ তাদের পালক, পায়ে আটকে যায়। পাখিরা আর উড়তে পারে না, আটকে থাকে গাছের ডালে।
পিসোনিয়া গাছের শাখা-প্রশাখা চাদরের মতো ঢেকে থাকে আঠালো বীজে। পাখিরা যখন এই গাছের ডালে বাসা বাঁধতে আসে, তখন এই আঠালো বীজ তাদের পালক, পায়ে আটকে যায়। পাখিরা আর উড়তে পারে না, আটকে থাকে গাছের ডালে।
গাছে আটকে থাকা অবস্থায় অনেক পাখির মৃত্যু হয়। অনেক পাখি মাটিতে পড়ে অনাহারে মারা যায় বা অন্যান্য জন্তুরা মেরে ফেলে।
গাছে আটকে থাকা অবস্থায় অনেক পাখির মৃত্যু হয়। অনেক পাখি মাটিতে পড়ে অনাহারে মারা যায় বা অন্যান্য জন্তুরা মেরে ফেলে।
পিসোনিয়া 'ক্যাচ বার্ডট্রি' বা 'বার্ডলাইম ট্রি' নামেও পরিচিত। এই গাছে বছরে দু'বার ফুল হয়। প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের পার্শ্ববর্তী এলাকায় এই গাছ দেখা যায়।

পিসোনিয়া ‘ক্যাচ বার্ডট্রি’ বা ‘বার্ডলাইম ট্রি’ নামেও পরিচিত। এই গাছে বছরে দু’বার ফুল হয়। প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের পার্শ্ববর্তী এলাকায় এই গাছ দেখা যায়।