পুলিশকে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীকে ডেডলাইন বিরোধী দলনেতার (File Photo)

Suvendu Adhikari: নবান্ন অভিযানে শুভেন্দু!‌ ‘গুলি চালাবেন না’ পুলিশকে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীকে ডেডলাইন বিরোধী দলনেতার

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: নবান্ন অভিযানে গুলি চালানোর আশঙ্কা প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। তার আগেই আগামী সোমবারের মধ্যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার ডেডলাইন দিলেন শুভেন্দু অধিকারী। ‘‘সোমবারের মধ্যে পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী। না হলে মঙ্গলবার গুলি চললে তার জন্য দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’’ ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, আগামী ২৭ অগাস্ট মঙ্গলবার ছাত্র সমাজের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। সেদিনের নবান্ন অভিযানে সোশ্যাল মিডিয়ায় ছাত্র সমাজের পক্ষ থেকে সব বাড়ি থেকে একজন করে উপস্থিত থাকার আবেদন জানানো হয়েছে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৭ অগাস্ট নবান্ন অভিযানে তিনি অংশ নেবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।‌ নবান্ন অভিযানের দিন একদিকে পুলিশকে সংযত থাকার বার্তা আর অন্যদিকে সোমবারের মধ্যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার দাবি জানিয়ে পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বিরোধী দলনেতার বার্তা, ‘‘মুখ্যমন্ত্রীর কথা শুনবেন না। ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের দিন কোনও বল প্রয়োগ করবেন না, টিয়ার গ্যাসের সেল ফাটাবেন না, গুলিও চালাবেন না।’’

আরও পড়ুন– পুরসভার ডেপুটি কমিশনার কাকাকে বিয়ে ভাইঝির, তরুণী বললেন, ‘প্রেম করেছি, কোনও অপরাধ করিনি’

আরজি করের ঘটনাকে সামনে রেখে শ্যামবাজারে দলীয় ধরনা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত বুধবার কালো পোশাক পরে আর হাতে মশাল নিয়ে প্রতিবাদী মিছিলে অংশ নিয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। বর্তমান পরিস্থিতিতে বাংলার শান্তির জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ প্রয়োজন বলেও এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য করে শুভেন্দু এও বলেন, ‘‘আমরা অশান্তি চাই না। কিন্তু নবান্ন অভিযানের দিন যদি গুলি চালানো হয় তার দায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই।’’

আরও পড়ুন- রাশিফল ২২ অগাস্ট: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

আরজি করের কাণ্ডকে সামনে রেখে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে যে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে সে কথাও স্পষ্ট করে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আমার দল যদি নবান্ন অভিযান ডাকে সেখানে তো যাবই,  পাশাপাশি অরাজনৈতিকভাবে যারাই নবান্ন অভিযানের ডাক দেবে তাদের সঙ্গেও আমি আছি।’’

প্রসঙ্গত, আরজিকর ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে কার্যত গোটা বিশ্বে। প্রতিবাদের ঝড় উঠেছে বিভিন্ন মহলে। এই প্রেক্ষাপটে এবার আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে আগামী মঙ্গলবার ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান ঘিরে চড়ছে পারদ।