আটক শুভেন্দু! বিজেপির স্বাস্থ‍্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড

BJP Swasthabhawan Abhijan: আটক শুভেন্দু! বিজেপির স্বাস্থ‍্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড

কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির স্বাস্থ‍্য ভবন অভিযান। হিডকো থেকে শুরু হয় বিজেপির মিছিল। মিছিলে অংশ নিয়েছেন বাংলায় বিজেপির শীর্ষ নেতৃত্বরা। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অর্জুন সিং, অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়-সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এবার সেই মিছিল ঘিরেই ধুন্ধুমার কাণ্ড। আটক করা হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। প্রিজন ভ‍্যানে শুভেন্দুকে তোলে পুলিশ।

শুভেন্দু অধিকারী বলেন, ‘‘ পাঁচজন মিলে একটা প্রতিনিধি দল স্বাস্থ‍্য ভবনে দেখা করতে চেয়েছিলাম। দিল না। টেনে হিঁচড়ে প্রিজন ভ‍্যানে তুলল। ঠিক আছে। লড়াই চলবে।’’ যে প্রিজন ভ‍্যানে শুভেন্দুকে তোলা হয়েছে সেই প্রিজন ভ‍্যান ঘিরে রেখেছেন বিজেপি কর্মী সমর্থকেরা।

আরও পড়ুন: ‘এই ঘটনার রাজনীতিকরণ ঠিক নয়’, আরজি কর কাণ্ডে ফের এক সপ্তাহ পর রিপোর্ট পেশ সুপ্রিম কোর্টে!

ইন্দিরা ভবনের সামনে মিছিল আটকায় পুলিশ। পুলিশের ব‍্যারিকেড ভেঙে এগিয়ে আসে বিজেপি কর্মীরা। মিছিলের সামনের দিকে এগিয়ে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর শুভেন্দু অধিকারীকে আটক করে পুলিশ। পুলিশের প্রিজন ভ‍্যান ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা।