আরজি কর কাণ্ডে বিস্ফোরক শুভেন্দু ! (Photo Courtesy: ANI)

Suvendu Adhikari: আরজি কর কাণ্ডে বিস্ফোরক শুভেন্দু ! ‘দাহ খরচ ও স্বাক্ষর কে করল?’ জোড়া প্রশ্নের উত্তর চান বিরোধী দলনেতা

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আরজি কর ইস্যুতে শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ সামনে এনে জোড়া প্রশ্নের উত্তর চান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার, তাঁর দলের নেতা থেকে শুরু করে পুলিশকে নিশানা করে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগে সরব হয়েছেন। এবার নয়া বিস্ফোরক জোড়া অভিযোগ সামনে এনে সরকারের কাছে সেই প্রশ্নের জবাব চাইলেন শুভেন্দু।

আরও পড়ুন– নতুন করে নিম্নচাপ বাংলাদেশে, দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

শুভেন্দু অধিকারীর প্রশ্ন ১. পানিহাটির যে শ্মশানে আরজি করের চিকিৎসককে দাহ করা হয়েছে সেই শ্মশানের শেষকৃত্যের খরচ তাঁর বাড়ির লোক দেয়নি, কে দিল? শুভেন্দুর প্রশ্ন ২. দাহ কার্যের সময় শ্মশানে যে সরকারি খাতায় স্বাক্ষর করতে হয় সেখানে তাঁর বাড়ির লোক স্বাক্ষর করেননি, সরকারি রেজিস্টারে তাহলে কে স্বাক্ষর করল?

বলা বাহুল্য, দু’দিন আগেই আরজি কর কাণ্ডে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে বিস্ফোরক অভিযোগ সামনে এনেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিবিআই-এর দৃষ্টি আকর্ষণ করে শুভেন্দুর দাবি ছিল, ‘‘চিকিৎসককে ধর্ষণ ও খুনের পর তাড়াহুড়ো করে তাঁর দেহ দাহ করা হয়েছে। শ্মশানে গোটা অপারেশনটি হয়েছে পুলিশের তত্ত্বাবধানে। দ্রুততার সঙ্গে চিকিৎসকের দেহ পুড়িয়ে ফেলা হয়।’’

শুভেন্দু অধিকারীর আরও দাবি ছিল, ‘‘সেই রাতে অনেক আগে থেকেই শ্মশানে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। চিকিৎসকের দেহ দাহ করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায়। অথচ গোটা অপারেশনটির নেতৃত্ব দিয়েছেন ডিসি নর্থ অভিষেক গুপ্ত। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের দু’জন আইসিও। পুরো অপারেশনটি নজরে রেখেছিলেন রাজ্য পুলিশের ডিজি।’’

আরও পড়ুন– রাশিফল ২৬ অগাস্ট – ১ সেপ্টেম্বর: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা উচিত সিবিআইয়ের। তাহলেই হয়তো আরজি কর কাণ্ডকে ধামাচাপা দেওয়ার কারণ প্রকাশ্যে আসবে বলে মত বিরোধী দলনেতার। আর এবার আরজি করের চিকিৎসকের দাহ পর্ব নিয়ে শুভেন্দুর নয়া অভিযোগ ও দাবিতে শোরগোল পড়ে গিয়েছে।