ভাইরাল ভিডিও-র থেকে নেওয়া ছবি৷ (সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷)

RG Kar seminar room viral video: থিকথিক করছে ভিড়, চিকিৎসকের দেহ উদ্ধারের পর সেমিনার রুমের এই অবস্থা? সামনে এল নতুন ভিডিও

কলকাতা: গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ৷ এই ঘটনার প্রায় ১৮ দিনের মাথায় সামনে এল বিতর্কিত সেমিনার রুমের এই ভাইরাল ভিডিও৷ আরজি করের চিকিৎসকের দেহ উদ্ধারের পর চারতলার সেমিনার রুমের পরিস্থিতি ঠিক কেমন ছিল, ওই ভিডিওতে তা ধরা পড়েছে বলে দাবি করা হচ্ছে৷ ভিডিওতে সেমিনার রুমের ভিতরে পুলিশ আধিকারিক সহ বহু মানুষের ভিড় দেখা যাচ্ছে৷ যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷

যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, চারতলার ওই সেমিনার হলে থিকথিক করছে বহু মানুষের ভিড়৷ তাঁদের মধ্যে পুলিশের আধিকারিকরা যেমন রয়েছে, তার পাশাপাশি হাসপাতালের পদস্থ কর্তাদেরও দেখা যাচ্ছে৷ ভিডিওতে হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও দেখা গিয়েছে৷ এর পাশাপাশি হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক দেবাশিস সোমকেও দেখা গিয়েছে৷

এ ছাড়াও ভাইরাল ভিডিওতে ঘটনাস্থলে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ আইনজীবী শান্তনু দে-কেও দেখা গিয়েছে৷ আবার সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত প্রসূন চট্টোপাধ্যায়ও ঘটনাস্থলে ছিলেন বলে ভিডিওতে দেখা গিয়েছে৷ প্রসূন চট্টোপাধ্যায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেটা এন্ট্রির কাজ করেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর৷ ফলে প্রশ্ন উঠছে, হাসপাতালের সঙ্গে সরাসরি যুক্ত নন এমন ব্যক্তিরাও কী করে ঘটনাস্থলে পৌঁছলেন৷

আরও পড়ুন: ‘একটা দুটো বডি না পড়লে…’, নবান্ন অভিযানের আগে ভিডিও প্রকাশ, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের

শুধু তাই নয়, ওই ভাইরাল ভিডিওতে পরিষ্কার, সেমিনার রুম বলে দাবি করা ওই ঘরের ভিতরে হাসপাতালের নিরাপত্তা রক্ষী সহ বহু মানুষের ভিড় রয়েছে৷ তবে, নির্যাতিতার মৃতদেহ উদ্ধারের কতক্ষণ পর এই ভিডিও রেকর্ড করা হয়েছে অথবা সেই সময় নির্যাতিতার মৃতদেহ ঘটনাস্থলে ছিল কি না, তা স্পষ্ট নয়৷

আরজি কর কাণ্ডের প্রথম থেকেই তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে৷ যে সেমিনার রুম থেকে ওই নির্যাতিতা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল, সেই জায়গার অথবা ক্রাইম সিনের চরিত্র বদলেরও অভিযোগ উঠেছে৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে কলকাতা পুলিশ৷ তবে এই ভাইরাল ভিডিও সামনে আসার পর ফের প্রমাণ লোপাটের অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্ক মাথাচাড়া দিল৷