সোদপুরে রেল অবরোধ বিজেপির৷

BJP Bangla Bandh update : ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়িতে গুলি, রেল অবরোধ! বিজেপির বনধে তপ্ত বাংলা

কলকাতা: বিজেপির ডাকা বাংলা বনধকে কেন্দ্র করে সকাল থেকে রাজ্য জুড়ে অশান্তি৷ কলকাতার বিভিন্ন জায়গায় পথে নেমে বনধ সফল করতে আর্জি জানান বিজেপির নেতা কর্মীরা৷ শ্যমাবাজারের মতো অনেক জায়গায় আবার পাল্টা রাস্তায় নেমেছেন তৃণমূল নেতারা৷

বনধকে কেন্দ্র করে অবশ্য তুমুল উত্তেজনা ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়ায়৷ সেখানে স্থানীয় এক বিজেপি নেতা প্রিয়ঙ্ক পাণ্ডের গাড়ি ঘিরে ধরে অন্তত ছ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ এই ঘটনায় প্রিয়াঙ্ক পাণ্ডে প্রাণে বাঁচলেও গাড়িতে থাকা অন্য এক বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন৷ তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷

আরও পড়ুন: ডাঙায় পুলিশ, জলেও পুলিশ! নবান্ন অভিযানে এসে গঙ্গায় নেমে বেকায়দায় যুবক, দেখুন ভিডিও

বনধের সমর্থনে এ দিন শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনের বিভিন্ন রেল স্টেশনে অবরোধও করেন বিজেপি সমর্থকরা৷ উত্তর চব্বিশ পরগণার সোদপুরে সকাল ৯টার পর থেকে এক ঘণ্টারও বেশি সময় ধরে রেল অবরোধ চলছে৷ অবরোধ না তোলায় শেষ পর্যন্ত পুলিশের উপরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন রেলযাত্রীরা৷  এর পাশাপাশি শিয়ালদহ বনগাঁ শাখার ঠাকুরনগর সহ একাধিক স্টেশনেও রেল অবরোধের খবর মিলেছে৷

বনধকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামেও৷ সেখানে বনধের সমর্থনে মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ টায়ার জ্বালিয়ে পথ অবরোধও করে বিজেপি৷ পাল্টা লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয় পুলিশ৷

এ ছাড়াও দুর্গাপুর, মালদহ, বহরমপুর, হাওড়া, বসিরহাট সহ বিভিন্ন জায়গায় বনধকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়৷ সালকিয়া, বসিরহাটের মতো অনেক জায়গাতেই বনধকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূল মুখোমুখি সংঘাতে জড়িয়েছে৷  পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে যোগ দিতে আসা বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে৷

সুবীর ঘোষ