ব্যস্ত রাস্তায় চুরি Pic credit: X/@surya95a)

Bengaluru Heist: প্রকাশ্যে চুরি, গাড়ির জানলা ভেঙে ল্যাপটপ, দামি জিনিসপত্র নিয়ে পালাল চোর, ভাইরাল সিসিটিভি ফুটেজ

বেঙ্গালুরু: প্রকাশ্যে গাড়ির কাচ ভেঙে ল্যাপটপ এবং মূল্যবান জিনিসপত্র চুরি করে পালাল দুষ্কৃতীরা। বেঙ্গালুরুর ইন্দিরানগরের ঘটনা। কাচ ভাঙার জন্য বিশেষ হাতিয়ার ব্যবহার করা হয়েছিল। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ডাকাতির সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে৷  সূর্য নামের এক ইউজার এক্স হ্যান্ডেলে লেখেন, “২২ অগাস্ট সন্ধে সাড়ে সাতটা নাগাদ ইন্দিরানগরের গ্লোবাল দেশি স্টোর অ্যান্ড ওয়েস্টসাইডের কাছে এই ঘটনা ঘটে৷’’

আরও পড়ুন: রক্ষকই যখন ভক্ষক, থানায় নাতি ও বৃদ্ধাকে ব্যাপক মারধরের অভিযোগ, ভাইরাল সিসিটিভি ফুটেজ

এই সময় এই রাস্তা যথেষ্ট যথেষ্ট জনবহুল থাকে৷ এমন ব্যস্ত রাস্তায় ৪টে গাড়ির জানলার কাচ ভেঙে ল্যাপটপ, ব্যাগ এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে পালায় চোর। জানা যায় তার মধ্যে একটা গাড়ি ছিল সূর্য সেনের৷

আরও পড়ুন: রত্নগিরিতে নার্সিং ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক করল পুলিশ, নির্যাতিতার জবানবন্দী রেকর্ড

এলাকার সিসিটিভি ফুটেজও শেয়ার করেছেন সূর্য। তাতে দেখা যাচ্ছে, এক দুষ্কৃতী বিশেষ যন্ত্র দিয়ে গাড়ির জানলার কাচ ভাঙছে। অন্য একজন আশপাশে নজর রাখছে।

পুরোটাই ঘটছে ব্যস্ত রাস্তার উপর। কাচ ভেঙে গাড়ির ভেতরের জিনিসপত্র নিয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে গেল দু’জন। কেউ টেরও পেল না।

সূর্য তাঁর এক্স হ্যান্ডেলে অভিযোগ করেছেন, “এটাই প্রথম নয়। এর আগেও এই রকম ঘটনা ঘটেছে। বেঙ্গালুরুর রাস্তাঘাটে সাধারণ মানুষের নিরাপত্তা দিন দিন কমছে। পুলিশের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। দয়া করে উপযুক্ত পদক্ষেপ নিন। ফের এমন কাণ্ড ঘটানোর আগেই দোষীদের গ্রেফতার করুন।’’

এরপর সাধারণ যাত্রীদের সতর্ক করে সূর্য লিখেছেন, “সবাই সতর্ক থাকুন। মূল্যবান জিনিসপত্র যেন গাড়ির বাইরে থেকে দেখা না যায়। সচেতনতা বাড়াতে এই পোস্ট বেশি করে শেয়ার করুন।’’

২৮ অগাস্ট এক্স প্ল্যাটফর্মে এই পোস্ট করেন সূর্য। তারপর থেকে এখনও পর্যন্ত ৭ লাখের উপর ভিউ হয়েছে। কমেন্ট করেছেন হাজার হাজার ইউজার। একজন লিখেছেন, “বেঙ্গালুরু আর মোটেই নিরাপদ নয়।’’

সুর্যের সুরে সুর মিলিয়ে আরেক ইউজার লিখেছেন, “গাড়িতে দামি কোনও জিনিস রাখবেন না। বিশেষ করে বাইরে থেকে যেন দেখা না যায়।’’

আরেক ইউজারও একই কথা লিখেছেন, “বিষয়টা দুর্ভাগ্যজনক, কিন্তু গাড়িতে দামি জিনিসপত্র রেখে যাওয়া উচিতও নয়। অক্ষরে অক্ষরে এটা মেনে চলা উচিত। প্রাথমিক বিদ্যালয়গুলোতেই এই জিনিস শেখানো হয়।’’