প্রতীকী ছবি

BCCI: বোলারদের জন্য সুখবর, ঘরোয়া ক্রিকেটেও নতুন নিয়ম আনতে চলেছে বিসিসিআই!

নয়াদিল্লি: ক্রিকেটে বোলার আর ব্যাটারদের মধ্যে সামঞ্জস্য ফেরাতে এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এক ওভারে দুটি বাউন্সার আনার ভাবনা চিন্তা শুরু করল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এর আগে আইপিএল ২০২৪ সংস্করণে এক ওভারে সর্বাধিক দুটি বাউন্সারের নিয়ম আনা হয়। এরপরেই ঘরোয়া ক্রিকেটের টি২০ ফরম্যাটেও এক ওভারে দুটি বাউন্সারের নিয়ম নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে বিসিসিআই।

আরও পড়ুন: কৃতি শ্যানন হবেন ধোনির পরিবারের বউ, আবার বলিউডের সঙ্গে মিশে গেল ক্রিকেট!
ক্রিকেটের ফরম্যাট ক্রমেই ছোট হয়েছে। সীমিত হয়েছে ওভার। ব্যাটারদের সুবিধা দিতে আনা হয়েছে পাওয়ার প্লে-সহ একাধিক বিষয়।

তাই অনেক ক্রিকেট বিশেষজ্ঞদের অভিমত ছিল ক্রমেই বোলাররা প্রাসঙ্গিকতা হারাচ্ছেন। ক্রিকেট পুরোটাই ব্যাটিং নির্ভর খেলা হয়ে দাঁড়াচ্ছে। তা নিয়েই ভাবনা চিন্তা শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতের তরুণ বোলারদের সুযোগ দিতে গত বছরের আইপিএলে এক ওভারে মোট দু’টি বাউন্সারের অনুমতি দেওয়া হয়। এছাড়াও আনা হয় ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-ও। ঠিক সেই মতই ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও একই ধরনের নিয়ম আনার বিষয় ভাবনা চিন্তা করছে বিসিসিআই।
এই প্রসঙ্গে বোর্ডের এক আধিকারিক জানান, “আমরা বুঝতে পারছি ইমপ্যাক্ট প্লেয়ার এবং দু’টি বাউন্সারের নিয়ম প্রধান বিষয়। কিন্তু, এখনও পর্যন্ত এই নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।”