Actor: ১৪ সিনেমা পর পর ব্লকবাস্টার হিট! অমিতাভ আসতেই কেরিয়ারে ধস! মদে ডুবে যান এই নায়ক, কে বলুন তো?

*বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সুপারস্টার রাজেশ খান্নার মতো স্টারডম অনেকেই পাননি। ১৯৬৯ সাল তাঁর কেরিয়ার ছিল মধ্য গগনে। এ বছর ইন্ডাস্ট্রি তার প্রথম সুপারস্টার পেয়েছিল। কিন্তু অমিতাভ বচ্চন আসার পর তাঁর কেরিয়ার গ্রাফের পতন শুরু হয়।
*বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সুপারস্টার রাজেশ খান্নার মতো স্টারডম অনেকেই পাননি। ১৯৬৯ সাল তাঁর কেরিয়ার ছিল মধ্য গগনে। এ বছর ইন্ডাস্ট্রি তার প্রথম সুপারস্টার পেয়েছিল। কিন্তু অমিতাভ বচ্চন আসার পর তাঁর কেরিয়ার গ্রাফের পতন শুরু হয়।
*অভিনয় জগতের এই অভিনেতা চলচ্চিত্রের পর্দায় জাদু দেখিয়েছেন। ১৯৬৯ সালে টানা ১৪টি হিট সিনেমা উপহার দিয়েছেন। কিন্তু অমিতাভ বচ্চনের এন্ট্রি তাঁর কেরিয়ারকে ছাপিয়ে যায়, তাঁর প্রতিভা মানুশ ভুলতে শুরু করে।
*অভিনয় জগতের এই অভিনেতা চলচ্চিত্রের পর্দায় জাদু দেখিয়েছেন। ১৯৬৯ সালে টানা ১৪টি হিট সিনেমা উপহার দিয়েছেন। কিন্তু অমিতাভ বচ্চনের এন্ট্রি তাঁর কেরিয়ারকে ছাপিয়ে যায়, তাঁর প্রতিভা মানুশ ভুলতে শুরু করে।
*রাজেশ খান্নার ছবিগুলি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল। তারকার খ্যাতি এমন ছিল, লোকেরা তাঁকে এক ঝলক দেখার জন্য লাইন দিত। বিশেষ করে সেই সময়ের অভিনেত্রী তাঁর সঙ্গে কাজ করার জন্য ব্যাকুল হয়ে থাকতেন।
*রাজেশ খান্নার ছবিগুলি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল। তারকার খ্যাতি এমন ছিল, লোকেরা তাঁকে এক ঝলক দেখার জন্য লাইন দিত। বিশেষ করে সেই সময়ের অভিনেত্রী তাঁর সঙ্গে কাজ করার জন্য ব্যাকুল হয়ে থাকতেন।
*রাজেশ খান্না তাঁর কেরিয়ারে অনেক হিট এবং ব্লকবাস্টার ছবিতে কাজ করেছেন। কিন্তু অমিতাভ বচ্চনের এন্ট্রি এবং ঘন ঘন ফ্লপ ছবির কারণে তার কেরিয়ার ধংস হয়ে যায়।
*রাজেশ খান্না তাঁর কেরিয়ারে অনেক হিট এবং ব্লকবাস্টার ছবিতে কাজ করেছেন। কিন্তু অমিতাভ বচ্চনের এন্ট্রি এবং ঘন ঘন ফ্লপ ছবির কারণে তার কেরিয়ার ধংস হয়ে যায়।
*রাজেশ খান্নার সিনেমা দেখতে গিয়ে ভক্তরা প্রেক্ষাগৃহে তাঁকে এক ঝলক দেখলে শিস দিতেন এবং হাততালি দিতেন। কিন্তু সময় এমন মোড় নেয় যে রাজেশ খান্নার ৭টি ছবি একের পর এক ফ্লপ হয়। অমিতাভ বচ্চনের এন্ট্রি এবং পরপর ফ্লপ ছবিগুলি তাঁর জীবনকে এতটাই অন্ধকার নেমে আসে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। রাজেশ খান্না নিজেই তাঁর এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছিলেন।।
*রাজেশ খান্নার সিনেমা দেখতে গিয়ে ভক্তরা প্রেক্ষাগৃহে তাঁকে এক ঝলক দেখলে শিস দিতেন এবং হাততালি দিতেন। কিন্তু সময় এমন মোড় নেয় যে রাজেশ খান্নার ৭টি ছবি একের পর এক ফ্লপ হয়। অমিতাভ বচ্চনের এন্ট্রি এবং পরপর ফ্লপ ছবিগুলি তাঁর জীবনকে এতটাই অন্ধকার নেমে আসে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। রাজেশ খান্না নিজেই তাঁর এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছিলেন।।
*একটি ফিল্ম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রাজেশ খান্না বলেন, 'আমি প্রথম ব্যর্থতার স্বাদ পেলাম যখন পরপর সাতটি ছবি ফ্লপ হল। বৃষ্টি হচ্ছিল, ঘন অন্ধকার ছিল এবং আমি আমার ছাদে একা বসে ছিলাম। সেই সময় শিশুর মতো চিৎকার করে কেঁদেছি।
*একটি ফিল্ম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রাজেশ খান্না বলেন, ‘আমি প্রথম ব্যর্থতার স্বাদ পেলাম যখন পরপর সাতটি ছবি ফ্লপ হল। বৃষ্টি হচ্ছিল, ঘন অন্ধকার ছিল এবং আমি আমার ছাদে একা বসে ছিলাম। সেই সময় শিশুর মতো চিৎকার করে কেঁদেছি।
*উল্লেখ্য, অমিতাভ বচ্চন ও রাজেশ খান্না জুটি পর্দায় হাজির হলেই ঝড় উঠত। রাজেশ খান্না ও অমিতাভের জুটির 'আনন্দ' মানুষের মনে জায়গা করে নেয়।
*উল্লেখ্য, অমিতাভ বচ্চন ও রাজেশ খান্না জুটি পর্দায় হাজির হলেই ঝড় উঠত। রাজেশ খান্না ও অমিতাভের জুটির ‘আনন্দ’ মানুষের মনে জায়গা করে নেয়।