আরজিকর, মেডিকেল কলেজ

আন্দোলনের মধ্যেই চালু হল জুনিয়র ডাক্তারদের ‘অভয়া ক্লিনিক’, অভিনব বিচারের আর্জি

কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদ এবার ডাক্তারি প্রেসক্রিপশনেও। “আরজি করের বিচার চাই। অপরাধচক্রের বিনাশ চাই।” ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের উদ্যোগে এই প্রেসক্রিপশন ছাপিয়ে চলছে রোগী পরিষেবা দেওয়ার কাজ। পথে নেমে প্রতিবাদ। পথে নেমেই পরিষেবা। আন্দোলনের মাঝেই এবার অভয়া ক্লিনিক। রোগীদের চিকিৎসা থেকে বিনামূল্যে ওষুধ পরিষেবা সবই মিলছে এই ক্লিনিকে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ…! রবিবার ভারী বৃষ্টি কোন কোন জেলায়? কী হবে কলকাতায়? জানিয়ে দিল আলিপুর

প্রসঙ্গত, প্রায় কুড়িদিন কেটে গেলেও আরজি কর কাণ্ডের কোনও নিস্পত্তি হয়নি। তাই ডাক্তারদের আন্দোলন জারি রয়েছে দেশ জুড়েই। কিন্তু এই পরিস্থিতিতে যাতে চিকিৎসা ব্যবস্থায় প্রভাব না পরে তার কথা মাথায় রেখেই এবার আরজিকর, মেডিকেল কলেজ-সহ বিভিন্ন হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা পথে নেমে পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিলেন।

আরও পড়ুন: পটাশিয়ামের সিন্দুক…! আয়রনের খনি…! বর্ষাকলের ‘ভরসা’ সস্তার এই ‘শাক’! খেলেই হাজার রোগের ছুটি

রবিবার ধর্মতলা-সহ শহরের বিভিন্ন জায়গায় ‘অভয়া ক্লিনিক’ খুলে সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা রোগী পরিষেবায় সামিল হন। আরজিকর কাণ্ডে শুধুমাত্র এ রাজ্যেই নয়, প্রতিবাদের ঝড় উঠেছে গোটা বিশ্বজুড়ে। অতীতে চিকিৎসকদের বহু আন্দোলন হয়েছে। তবে একই সঙ্গে পথে নেমে আন্দোলন এবং পথে নেমে রোগী পরিষেবার ছবি ব্যতিক্রমী। ব্যতিক্রমী ছবি প্রেসক্রিপশনেরও। ধর্মতলায় মেডিকেল কলেজের উদ্যোগে ‘অভয়া ক্লিনিক’ এ গিয়ে রবিবার দেখা গেল বিভিন্ন সমস্যা নিয়ে রোগীরা এই ক্লিনিকে আসছেন, তাঁদের চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ চিকিৎসকরা হাতে তুলে দেওয়ার পাশাপাশি ‘জাস্টিস ফর আরজি কর’, এই স্লোগানেও সরব হচ্ছেন। ‌