‘ভিডিও ছাড়াই বৈঠকে রাজি ছিলেন কিছু ডাক্তার!’ অডিও প্রকাশ করে বিস্ফোরক দাবি কুণালের, ‘আন্দোলন ভাঙার চেষ্টা’, দাবি ডাক্তারদের

Kunal Ghosh: বাম আমলের সঙ্গে তুলনা!…এক্স বিতর্কে এবার মুখ খুললেন কুণাল, আরজি কর নিয়ে ফের কী বললেন তৃণমূল নেতা

কলকাতা: আরজি কর কাণ্ড প্রসঙ্গে ট‍্যুইট বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন কুণাল ঘোষ। তাঁর বক্তব‍্য উঠে এল বাম আমলের প্রসঙ্গও। তৃণমূল নেতা বলেন, ‘‘ব্যতিক্রমী ঘটনা। বাজে ঘটনা। অতীতে হয়েছে। ভারতবর্ষের অনেক জায়গায় হয়েছে। হবে কেন?এখন যে দুটো আন্দোলন চলছে। একটা নাগরিক আন্দোলন। তার পাল্টা কর্মসূচি কেন হবে! বাম আমলেও ভুরি ভুরি ঘটনা আছে। বাম, কংগ্রেস, বিজেপির আন্দোলনের পাল্টা হতে পারে।’’

সুপ্রিম কোর্টের প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘‘ সাধারণ মানুষের যে স্লোগান তাদের সঙ্গে আমরা সহমত। রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ হবে।
কোথাও কোথাও গ্যাপ তৈরি হয়েছে। তৃণমূল যে কর্মসূচি নিচ্ছে তা নাগরিক কর্মসূচি থেকে আলাদা নয়। নাগরিকদের আন্দোলনের অধিকার আছে।
সুপ্রিম কোর্টে ধর্ষকদের বাঁচাতে দাঁড়ায়নি কপিল সিব্বল। যে বিষয়টি আলোচনা হচ্ছে ভুল। কুৎসা করবেন না। রাজ্য কি ব্যবস্থা নিয়েছে তা তুলে ধরতেই আইনজীবী হিসেবে উনি রয়েছেন।’’

আরও পড়ুন:  মহিলা নার্সকে শ্লীলতাহানি, গালিগালাজ রোগীর! আরজি করের স্মৃতি উস্কে ফের বিক্ষোভ চিকিত্‍সকদের

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম যে মঞ্চে ছিলেন সেখানে রেসপেক্ট বানান ভুল থাকার প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘‘ বিজেপি নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ল তুলছে। এটা প্রিন্টিং মিসটেক হতে পারে। এটা নিয়ে এমন কিছু করার বলার নেই। আমরা অনেক সময় অনেক অনুষ্ঠানে যায় পিছনে ব্যানার দেখা সম্ভব হয় না।’’

এদিন ইলিশ উত্‍সব নিয়েও বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণালের কথায়, ‘‘ইলিশ উৎসব নিশ্চয় জীবন থেমে থাকবে না। তবে এই পরিস্থিতিতে রক্তদান চলতে পারে। এই সময় ইলিশ উৎসবে যেতে মন সাড়া দেয়নি। যারা গেছেন তারা বলতে পারবেন।আমি চাইনি জড়িত থাকতে। এটা ইলিশ উৎসবের নয়। এটা না করলেই ভাল হত। কোনও দায়িত্বশীল ব্যক্তি এই সময় ইলিশ উৎসবে মমতা অভিঋেরেক ছবি ব্যবহার করা ঠিক হয়নি। এই বছর এই সময় সচেতনতা বা রুচি পরিচয় নয়।’’

আরও পড়ুন: বাড়বে ত্বকের জেল্লা, কমবে স্ট্রেস, একাধিক গুণের ভাণ্ডার অ‍্যান্টিঅক্সিডেন্টে ভরা আমন্ড! কিন্তু কীভাবে খাচ্ছেন? একই ভুল আপনিও করছেন না তো?

প্রসঙ্গ পরেশের আক্রমণ প্রসঙ্গে কুণাল বলেন, ‘‘আমি বড় নেতা নয়। কর্মী। উনি নেতা। আমি বড় নেতা নয় বলেই ইলিশ উৎসবে যাইনি। কিন্তু জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এসেছি। ইলিশ উৎসবে আমার ছবি দিলে এই সময় লজ্জা…কোনও সুস্থ লোক যাবে না। এখন ইলিশ উৎসব হতে পারে না। একদিকে খাদ্য রসিকের বিলাসিতা অন্যদিকে উই ওয়ান্ট জাস্টিস এটা মেলাতে পারব না।’’