এনআইএ আধিকারিকের মেয়ের রহস্যমৃত্য়ু।

NIA officers daughters death mystery: লখনউয়ে হস্টেল থেকে উদ্ধার NIA আধিকারিকের মেয়ের দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

লখনউ: লখনউয়ে বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে উদ্ধার এনআইএ আধিকারিকের মেয়ের দেহ। রবিবার লখনউয়ের রাম মনোহর লোহিয়া বিশ্ববিদ্যালয়ের মহিলাদের হস্টেল থেকে অঙ্কিতা রাস্তোগি নামের এনআইএ আধিকারিকের মেয়ের দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে অঙ্কিতা সেখানে আইন নিয়ে পড়ছিলেন।

অঙ্কিতাকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার অনেক বার ডাকাডাকি করার পরেও দরজা খুলছিলেন না অঙ্কিতা। তারপরে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় অঙ্কিতা অচৈতন্য অবস্থায় পড়ে আছেন।

আরও পড়ুন: মর্গেই অন্তরঙ্গ যুগল! ভিডিও ভাইরাল হতেই নিরাপত্তার স্বার্থে বসানো হল সিসিটিভি

অঙ্কিতা ড:রাম মনোহর লোহিয়া বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে এলএলবি নিয়ে পড়ছিলেন। অঙ্কিতার বাবা সন্তোষ রাস্তোগি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) ইনস্পেক্টর জেনারেল পদে দিল্লিতে পোস্টিং রয়েছে।

আরও পড়ুন: ট্রেন থেকে পড়ে গেলেন যাত্রী, যমে মানুষে টানাটানি! কী হল শেষ পর্যন্ত… রইল ভয়ঙ্কর ভিডিও

অঙ্কিতার দেহ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কী ভাবে মৃত্যু হল এনআইএ আধিকারিকের মেয়ের সেই নিয়ে রহস্য, পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। কী ভাবে মৃত্যু হল, এটি খুন কি না এই সব নিয়ে তদন্তে নেমেছে উত্তরপ্রদেশ পুলিশ।