Vaishno Devi Landslide: বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে হঠাৎ ধস! দুমড়ে-মুচড়ে গেল লোহার কাঠামো…একাধিক পুণ্যার্থীর মৃত্যুর আশঙ্কা

জম্মু ও কাশ্মীর: বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার রাস্তায় হঠাৎ ধস৷ অন্তত একজন পুণ্যার্থীর এই ঘটনায় মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷ আহত এক৷ আরও অনেকে ধসের স্তূপের নীচে আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷

দুপুর ২টো ৩৫মিনিট নাগাদ বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার পথের ভাওয়ান থেকে ৩ কিলোমিটার দূরে পাঞ্চী এলাকায় এই ধস নামে৷ পাহাড়ের গা বেয়ে নেমে আসা ধসের মাটি-পাথরে ভেঙে গিয়েছে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার ট্র্যাকের উপরে তৈরি করা লোহার কাঠামো, চালা৷

আরও পড়ুন: মোমবাতি হাতে মিছিল! তা-ও বিধানসভার অন্দরেই…অধিবেশন শেষে নজিরবিহীন ঘটনা ঘটালেন শুভেন্দুরা

সোমবারের এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে সোশ্যাল মিডিয়া মারফত৷ ঘটনার সত্যতা স্বীকার করে ঘটনাস্থলে পৌঁছেছে শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রিন বোর্ডের দুর্যোগ মোকাবিলা দলের সদস্যেরা৷ শুরু হয়েছে উদ্ধারকাজ৷ শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রিন বোর্ডের সিইও বলেন, ‘‘পাথর নেমে আসা এবং ধসের ঘটনা ঘটেছে৷ ঘটনাস্থলে দুর্যোগ মোকাবিলা দল পৌঁছেছে৷’’

গত রবিবার থেকে জম্মু ও কাশ্মীরের কাটরার বৈষ্ণোদেবীর মন্দির সংলগ্ন অঞ্চলে শুষ্ক আবহাওয়ারই পূর্বাভাস ছিল৷ কিন্তু, গত কয়েকদিন ধরেই সেখানে হাল্কা বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে৷

আরও পড়ুন: কালো উত্তরীয় নিয়ে বিধানসভায় শুভেন্দুরা! শোকপ্রস্তাব পাঠের শুরুতেই অধ্যক্ষর সঙ্গে বিতণ্ডা, উত্তাল অধিবেশন

সোমবারই উত্তরাখণ্ডের চামোলি জেলার বদ্রীনাথ জাতীয় সড়কের একাধিক জায়গায় অকিবৃষ্টির জেরে ধস নামে৷ ধস সরানোর চেষ্টা চলছে৷