তদন্ত সূত্রে জানা যাচ্ছে, সন্দীপের প্রাইভেট প্র্যাকটিস অপারেশনের বিপুল টাকা কোথায় কোথায় কী কাজে ব্যবহার হত সেসব কিছু খতিয়ে দেখছে সিবিআই।

Sandip Ghosh at CBI court: চোর চোর স্লোগান, আদালতে তুমুল বিক্ষোভ! সন্দীপ ঘোষের ৮ দিনের সিবিআই হেফাজত

কলকাতা: গতকাল গ্রেফতারির পর আজ আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চার জনকে পেশ করা হল আলিপুরের বিশেষ সিবিআই আদালতে৷ যদিও সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআই আধিকারিকরা পৌঁছতেই তুমুল বিশৃঙ্খলা তৈরি হয় আদালত চত্বরে৷ সন্দীপ ঘোষকে লক্ষ্য করে চোর, চোর স্লোগান, ধিক ধিক ধিক্কারের মতো স্লোগান দিতে থাকেন আইনজীবীরাই৷

এমন কি এজলাসের মধ্যেও সন্দীপকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন আইনজীবীরা৷ শেষ পর্যন্ত পরিস্থিতি এমনই দাঁড়ায় যে অতিরিক্ত পুলিশ বাহিনী নিয়ে আসার জন্য নির্দেশ দিতে বাধ্য হন বিচারক৷

এ দিন সন্দীপ ঘোষ সহ বাকি অভিযুক্তদের দশ দিনের জন্য নিজেদের হেফাজতে চান সিবিআই-এর আইনজীবী৷ যদিও দু পক্ষের বক্তব্য শুনে সন্দীপ সহ চারজনের ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক৷

আরও পড়ুন: প্রতিবাদের মুখে ২২ ঘণ্টা পর সরল পুলিশের ব‍্যারিকেড, লালবাজারে কমিশনারের মুখোমুখি চিকিৎসকরা

আরজি কর দুর্নীতি কাণ্ডে শেষ পর্যন্ত গতকাল সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই৷ সন্দীপ ছাড়াও গ্রেফতার করা হয় আরও ছাড়াও সুমন হাজরা, বিপ্লব সিনহা এবং আফসর আলি খান নামে তিনজনকে গ্রেফতার করে সিবিআই৷ এদের মধ্যে আফসর আলি সন্দীপের প্রাক্তন দেহরক্ষী ছিলেন৷ সুমন এবং বিপ্লবকে সন্দীপ অধ্যক্ষ থাকাকালীন আরজি কর হাসপাতালে বেআইনি ভাবে ক্যাফে এবং স্টলের বরাত পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ৷

এ দিন বিকেল সাড়ে তিনটে নাগাদ সন্দীপ ঘোষ সহ চারজনকে আদালতে পেশ করার জন্য নিয়ে পৌঁছয় সিবিআই৷ তার আগে থেকে আদালত চত্বরে ভিড় জমাচ্ছিলেন আইনজীবীরা৷ শেষ পর্যন্ত, বিচারকও সবাইকে শান্ত হওয়ার আর্জি জানান৷ তাতেও কাজ না হওয়ায় বাড়তি বাহিনী নিয়ে এসে এজলাস ফাঁকা করার জন্য নির্দেশ দেন বিচারক৷