শ্যামবাজারে বামেদের বিক্ষোভ৷

Left police clash: পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বামেদের মিছিলে শ্যামবাজারে ধুন্ধুমার! অবরুদ্ধ আজি কর গামী রাস্তা

কলকাতা: আরজি কর কাণ্ডে প্রতিবাদে বামেদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন বাম কর্মী- সমর্থকরা৷ শ্যামবাজারের কাছে পুলিশ মিছিল আটকাতেই রাস্তার উপরে বসে পড়েন বাম নেতা কর্মীরা৷

এ দিন রাজাবাজার থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত মিছিল করার ঘোষিত কর্মসূচি ছিল বামেদের৷ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মতো সিনিয়র নেতারাও এ দিনের মিছিলে উপস্থিত ছিলেন৷ মিছিল আটকাতে একাধিক ব্যারিকেড তৈরি করে পুলিশ৷ কিন্তু খান্না মোড়ের কাছে ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বামেদের মিছিল৷ এর পর শ্যামবাজারের কাছে ফের মিছিল আটকায় পুলিশ৷ তখনই ছড়ায় উত্তেজনা৷ বন্ধ হয়ে যায় আরজি কর গামী রাস্তা৷

আরও পড়ুন: প্রতিবাদের মুখে ২২ ঘণ্টা পর সরল পুলিশের ব‍্যারিকেড, লালবাজারে কমিশনারের মুখোমুখি চিকিৎসকরা

তরুণ সিপিএম নেতা প্রতীকুর রহমান বলেন, এই পুলিশ আরজি করে খুন, ধর্ষণ আটকাতে পারে না৷ ভাঙচুর আটকাতে পারে না৷ কিন্তু সাধারণ মানুষকে লালবাজারে ডেকে পাঠিয়ে মামলা দিতে পারে৷ মানুষ যেভাবে ক্ষেপে গিয়েছে, তাতে কিছুদিনের মধ্যে এই ব্যারিকে়ড পুলিশেরই কাজে লাগবে৷

বিকেল বেলার ব্যস্ত সময়ে শ্যামবাজারের মতো এলাকায় বামেদের এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক যানজট তৈরি হয়৷ অন্যদিকে ২২ ঘণ্টা ধরে রাস্তায় বসে থাকার পর জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল লালবাজারে গিয়েছে পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা করতে৷ যদিও এখনও বাইরে রাস্তায় অপেক্ষা করছেন হাজার হাজার জুনিয়র চিকিৎসক৷ ফলে বি বি গাঙ্গুলী স্ট্রিট সেই অবরূদ্ধ হয়েই রয়েছে৷