ভাইরাল হয়েছে এই ছবি৷

Lalbazaar abhijan viral picture: টানা ২২ ঘণ্টা রাস্তায় বসে চিকিৎসকরা, সংঘাত ভুলে সৌজন্য পুলিশের! ভাইরাল ছবি

কলকাতা: সোমবার লালবাজার অভিযানে বাধা পেয়ে রাস্তার উপরেই বসে পড়েছিলেন বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকরা৷ একটানা প্রায় ২২ ঘণ্টা লালবাজারের সামনে বি বি গাঙ্গুলি স্ট্রিট দখল করে রাখেন জুনিয়র চিকিৎসকরা৷ গতকাল পুলিশ জুনিয়র চিকিৎসকদের মিছিল আটকে দিতেই যে বিক্ষোভের সূত্রপাত৷ এর পর কখনও পুলিশকে লক্ষ্য করে তীর্যক কটাক্ষ, কখনও আবার সমবেত ভাবে গান গেয়েছেন বিক্ষোভকারী চিকিৎসকরা৷

তার পরেও অবশ্য দেখা গেল ব্যতিক্রমী ছবি৷ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে, রাস্তায় বসে থাকা জুনিয়র চিকিৎসকদের হাতে নরম পানীয়ের প্যাকেট তুলে দিচ্ছেন এক পুলিশকর্মী৷ আরজি কর কাণ্ডের পর পুলিশ এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে সংঘাতের যে পরিবেশ তৈরি হয়েছে, তাতে এই ছবি নিঃসন্দেহে ব্যতিক্রমী৷ যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷

আরও পড়ুন: সামনে রাখা শিরদাঁড়া, নগরপালকে চিকিৎসকদের প্রশ্ন, নৈতিক দায় নেবেন? জবাব দিলেন বিনীত

তবে সোমবার রাতে বিক্ষোভ চলাকালীন জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকেও কর্তব্যরত পুলিশকর্মীদের জল এবং বিস্কুটের প্যাকেট দেওয়া হয়েছিল৷ যদিও তা ফিরিয়ে দেন পুলিশকর্মীরা৷

নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতেই সোমবার বিকেলের পর থেকে বি বি গাঙ্গুলি স্ট্রিটের উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন জুনিয়র চিকিৎসকরা৷ শেষ পর্যন্ত এ দিন বিকেলে পুলিশ ব্যারিকেড সরিয়ে বেনটিক্ট স্ট্রিট পর্যন্ত মিছিল নিয়ে যাওয়ার অনুমতি দিলে জুনিয়র চিকিৎসকরা রাস্তা খালি করে দেন৷

চিকিৎসকদের একটি প্রতিনিধি দল গিয়ে নগরপাল বিনীত গোয়েলের সঙ্গেও দেখা করে৷ প্রায় দেড় ঘণ্টা আলোচনার পর নিজেদের অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করেন জুনিয়র চিকিৎসকরা৷ যদিও নগরপালের উত্তরে তাঁরা খুশি নন বলেই জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারী চিকিৎসকরা৷