ফাইল ছবি{

RG Kar hospital protest: আজ ফের রাত দখলের ডাক, সুপ্রিম কোর্টে শুনানির আগের রাতে ফের প্রতিবাদের ঝড়?

কলকাতা: ১৪ অগাস্টের পর আবার৷ সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের শুনানির আগের রাতে ফের দখল করার ডাক কলকাতা থেকে জেলায় জেলায়৷ ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন এলাকা সহ গোটা রাজ্য জুড়ে বহু জায়গাতেই ফের রাত দখলের কর্মসূচি চূড়ান্ত হয়ে গিয়েছে৷ ১৪ অগাস্টের মতোই এবারেও রাত দখলের কর্মসূচিকে স্বতঃস্ফূর্তি নাগরিক প্রতিবাদ হিসেবেই দাবি করা হচ্ছে৷

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের শুনানি রয়েছে৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি ফের উঠবে৷ স্বতঃপ্রণোদিত ভাবেই আরজি কর কাণ্ডে হস্তক্ষেপ করেছিল সুপ্রিম কোর্ট৷ এর আগের শুনানিতে পুলিশি তদন্ত নিয়েও একাধিক প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে নিজেদের বক্তব্য জানাবে রাজ্য সরকারও৷

আরও পড়ুন: নগরপালকে চিকিৎসকদের প্রশ্ন,আরজি কর কাণ্ডের নৈতিক দায় নেবেন? জবাব দিলেন বিনীত

সুপ্রিম কোর্টে শুনানির ঠিক আগের রাতে আরজি কর কাণ্ডে সুবিচার চেয়ে ফের সাধারণ মানুষকে পথে নামার আর্জি জানিয়ে সমাজমাধ্যমে জোর প্রচার শুরু হয়েছে৷ এখনও পর্যন্ত যা খবর তাতে কলকাতার ধর্মতলা, শ্যামবাজার, যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড, গড়িয়াহাট, লেক গার্ডেন্স লর্ডস মোড়, কলেজ স্ট্রিট, নিউ টাউনের বিশ্ব বাংলা গেট, বেহালা, সিঁথির মোড় সহ শহরের বিভিন্ন প্রান্তে আরজি কর কাণ্ডের ন্যায়বিচার চেয়ে জমায়েত হওয়ার কথা৷ কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলও হওয়ার কথা৷ এর পাশাাপাশি মধ্যমগ্রাম, বারাসত, কল্যাণী, আসানসোল, বালুরঘাট, কৃষ্ণনগর, শ্রীরামপুর, চুঁচুড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি হওয়ার কথা চূড়ান্ত হয়েছে৷

আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সুবিচার চেয়ে গত ১৪ অগাস্ট রাতে রাত দখলের কর্মসূচির সাক্ষী ছিল কলকাতা সহ গোটা রাজ্য৷ সেই আন্দোলনের জের এখনও রয়ে গিয়েছে৷ অনেক জায়গাতেই নিয়মিত বিক্ষোভ কর্মসূচিও চলেছে৷ গত ১৪ তারিখের সেই স্বতঃস্ফূর্ত আন্দোলনের মতো এবারেও সাধারণ মানুষ পথে নামেন কি না, সেটাই দেখার৷