আরজি কর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষ৷ ছবি- পিটিআই

Sandip Ghosh: এবার চিকিৎসকের তকমাই হারাবেন সন্দীপ? হাতে মাত্র তিন দিন, পদক্ষেপ মেডিক্যাল কাউন্সিলের

কলকাতা: আগেই তাঁকে সাসপেন্ড করেছিল রাজ্য স্বাস্থ্য দফতর৷ এবার সন্দীপ ঘোষকে শো কজ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল৷ কেন চিকিৎসক হিসেবে তাঁর রেজিস্ট্রেশন বাতিল করা হবে না, তিন দিনের মধ্যে তার জবাব চাওয়া হয়েছে সিবিআই-এর হাতে সন্দীপ ঘোষের কাছ থেকে৷

একা সন্দীপ নন, আরও দুই বিতর্কিত চিকিৎসক অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকেও সাসপেন্ড করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল৷ আরজি কর কাণ্ডের পর সন্দীপ ঘনিষ্ঠ দুই চিকিৎসককে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দফতরও৷

আরও পড়ুন: হোয়াটস্যাপ চ্যাটে হুমকি, রহস্য! কোন চাপে আত্মঘাতী বিশ্বভারতীর ছাত্রী?

আরজি কর কাণ্ডে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে সিবিআই৷ সন্দীপের একের পর এক কেলেঙ্কারি সামনে আসতে শুরু করেছে৷ চিকিৎসক মহলেও সন্দীপকে নিয়ে ব্যাপক ক্ষোভ জন্মেছে৷ চিকিৎসকদের সংগঠন আইএম সন্দীপের সদস্যপদও বাতিল করে দিয়েছে৷

অন্যদিকে, সন্দীপ ঘনিষ্ঠ দুই চিকিৎসক অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধেও সরকারি হাসপাতালে একাধিক অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে৷ অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে গত ৯ অগাস্ট আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর সেমিনার রুমে দেখা গিয়েছিল বলে অভিযোগ উঠেছে৷