Gold Jewellery: সোনার গয়না বিক্রি করতে গেলে কেন কম দাম পান গ্রাহক? পুরোটাই জুয়েলার্সের অঙ্কের খেলা

গয়না কেনার সময় শুধু সোনার দাম দিলেই হয় না। আরও এক ধরণের চার্জ নেয় জুয়েলার্সরা। সেটা হল মেকিং চার্জ। কিন্তু সেই গয়নাই বিক্রি করতে গেলে দাম কমে যায়। কারণ মেকিং চার্জ পাওয়া যায় না।
গয়না কেনার সময় শুধু সোনার দাম দিলেই হয় না। আরও এক ধরণের চার্জ নেয় জুয়েলার্সরা। সেটা হল মেকিং চার্জ। কিন্তু সেই গয়নাই বিক্রি করতে গেলে দাম কমে যায়। কারণ মেকিং চার্জ পাওয়া যায় না।
কোনও গয়না বিক্রির সময় সোনার দামের সঙ্গে মেকিং চার্জও নেয় স্বর্ণকাররা। ফলে দাম একধাক্কায় অনেকটাই বেড়ে যায়। এখন প্রশ্ন হল মেকিং চার্জ কী? কেন সোনার গয়নায় মেকিং চার্জ দিতে হয় গ্রাহককে?
কোনও গয়না বিক্রির সময় সোনার দামের সঙ্গে মেকিং চার্জও নেয় স্বর্ণকাররা। ফলে দাম একধাক্কায় অনেকটাই বেড়ে যায়। এখন প্রশ্ন হল মেকিং চার্জ কী? কেন সোনার গয়নায় মেকিং চার্জ দিতে হয় গ্রাহককে?
সোনা একটা ধাতু। তাকে গড়েপিটে গয়নার রূপ দেন কারিগররা। এই কাজ শিখতে হয়। পরিশ্রম এবং মুন্সিয়ানা, দুটোই লাগে। এটাই মেকিং চার্জ হিসাবে গ্রাহকের কাছ থেকে নেওয়া হয়। অনেক সোনার অলঙ্কারে ফিলিয়াল টাচ দেওয়ার প্রয়োজন পড়ে। এতে প্রচুর সময় লাগে। গয়নার উপর কাজ যত সূক্ষ হবে মেকিং চার্জও তত বেশি দিতে হয়।
সোনা একটা ধাতু। তাকে গড়েপিটে গয়নার রূপ দেন কারিগররা। এই কাজ শিখতে হয়। পরিশ্রম এবং মুন্সিয়ানা, দুটোই লাগে। এটাই মেকিং চার্জ হিসাবে গ্রাহকের কাছ থেকে নেওয়া হয়। অনেক সোনার অলঙ্কারে ফিলিয়াল টাচ দেওয়ার প্রয়োজন পড়ে। এতে প্রচুর সময় লাগে। গয়নার উপর কাজ যত সূক্ষ হবে মেকিং চার্জও তত বেশি দিতে হয়।
সোনার গয়নায় মেকিং চার্জ: সোনার গয়নার উপর কত মেকিং চার্জ দিতে হয়? এর কোনও ফিক্সড রেট নেই। পুরোটাই স্বর্ণকারের উপর নির্ভর করে। তিনি সেই গয়নায় কত মেকিং চার্জ নেবেন, সেটা তিনিই ঠিক করবেন। সাধারণত ৫ শতাংশ থেকে শুরু করে ২০-২৫ শতাংশ পর্যন্ত মেকিং চার্জ নেওয়া হয়।
সোনার গয়নায় মেকিং চার্জ: সোনার গয়নার উপর কত মেকিং চার্জ দিতে হয়? এর কোনও ফিক্সড রেট নেই। পুরোটাই স্বর্ণকারের উপর নির্ভর করে। তিনি সেই গয়নায় কত মেকিং চার্জ নেবেন, সেটা তিনিই ঠিক করবেন। সাধারণত ৫ শতাংশ থেকে শুরু করে ২০-২৫ শতাংশ পর্যন্ত মেকিং চার্জ নেওয়া হয়।
দু’ভাবে মেকিং চার্জ নেওয়া হয়। প্রথমত, প্রতি গ্রাম সোনার নির্দিষ্ট মূল্য x সোনার মোট ওজন। দ্বিতীয়ত, সোনার মোট দামের উপর একটি নির্দিষ্ট শতাংশ।
দু’ভাবে মেকিং চার্জ নেওয়া হয়। প্রথমত, প্রতি গ্রাম সোনার নির্দিষ্ট মূল্য x সোনার মোট ওজন। দ্বিতীয়ত, সোনার মোট দামের উপর একটি নির্দিষ্ট শতাংশ।
সোনার গয়নার দাম কীভাবে ঠিক হয়: ধরে নেওয়া যাক, এক ব্যক্তি ৯ গ্রাম সোনার হার কিনতে চান। কেনার দিন ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৬৬,৭০০ টাকা। এর উপর স্বর্ণকার ১১ শতাংশ মেকিং চার্জ নিল। একই সঙ্গে ৩ শতাংশ হারে জিএসটি দিতে হবে। তাহলে মোট দাম কত দাঁড়াবে?
সোনার গয়নার দাম কীভাবে ঠিক হয়: ধরে নেওয়া যাক, এক ব্যক্তি ৯ গ্রাম সোনার হার কিনতে চান। কেনার দিন ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৬৬,৭০০ টাকা। এর উপর স্বর্ণকার ১১ শতাংশ মেকিং চার্জ নিল। একই সঙ্গে ৩ শতাংশ হারে জিএসটি দিতে হবে। তাহলে মোট দাম কত দাঁড়াবে?
-সোনার দাম – ৯ গ্রাম সোনার দাম ৬০,০৩০ টাকা।-মেকিং চার্জ – ৬,৬০৩ টাকা (সোনার মোট দামের ১১ শতাংশ)।

-জিএসটি – ১৯৯৮.৯৯ টাকা (৬০,০৩০ টাকা + ৬৬০৩ টাকা = ৬৬,৬৩৩৬ টাকার ৩ শতাংশ)।

-হলমার্কিং – ৪৫ টাকা।
-সোনার দাম – ৯ গ্রাম সোনার দাম ৬০,০৩০ টাকা।
-মেকিং চার্জ – ৬,৬০৩ টাকা (সোনার মোট দামের ১১ শতাংশ)।
-জিএসটি – ১৯৯৮.৯৯ টাকা (৬০,০৩০ টাকা + ৬৬০৩ টাকা = ৬৬,৬৩৩৬ টাকার ৩ শতাংশ)।
-হলমার্কিং – ৪৫ টাকা।
-তাহলে সোনার চেনের দাম দাঁড়াল ৬৮,৬৭৬ টাকা।-কিন্তু এই সোনার চেন বিক্রি করতে গেলে মেকিং চার্জের কারণে পুরো হিসাবটাই পাল্টে যাবে।
-তাহলে সোনার চেনের দাম দাঁড়াল ৬৮,৬৭৬ টাকা।
-কিন্তু এই সোনার চেন বিক্রি করতে গেলে মেকিং চার্জের কারণে পুরো হিসাবটাই পাল্টে যাবে।